মুম্বই, 1 নভেম্বর:বিশ্বকাপের চুড়ান্ত পর্বের জন্য ইতিমধ্যেই জায়গা প্রায় পাকা করে ফেলেছে ভারতীয় দল ৷ আগামী ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার দল ৷ এই ম্যাচে জিতলেই পাকাপাকিভাবে সেমিফাইনাল খেলার সিলমোহর পেয়ে যাবে 'মেন ইন ব্লু' ৷ তবে তার আগে দলের স্টার ব্যাটার শুভমন গিল ক্যামেরাবন্দি হলেন একটি ইভেন্ট থেকে বের হওয়ার সময় ৷ সূত্রের খবর অনুযায়ী, তিনি উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির জিয়ো ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে ৷ শুভমনের পর গেট থেকে বের হতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকেও ৷
সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ৷ পাপারাৎজিদের ক্যামেরায় দেখা যায়, একটি ইভেন্ট থেকে বাইরে বেরিয়ে আসছেন গিল ৷ তাঁর পরনে রয়েছে জমকালো স্যুট ৷ কিছুক্ষণ পরেই গেট দিয়ে বের হয়ে আসতে দেখা যায় সারাকেও ৷ তাঁর পরনে ছিল লাল বডিকন পোশাক ৷ দু'জনকে একসঙ্গে দেখা যায়নি ঠিকই তবে দু'জনের সম্পর্ক নিয়ে চর্চা আরও একবার চরমে উঠল এই ভিডিয়ো সামনে আসার পর ৷