পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shubhman-Sara Viral Video: মুম্বইয়ে শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচের আগে ক্যামেরাবন্দি শুভমন-সারা, দেখুন ভিডিয়ো - সারা তেন্ডুলকর

শ্রীলঙ্কা ম্যাচের আগে মুম্বইয়ে এক অনুষ্ঠান সেরে বের হওয়ার সময় ক্যামেরাবন্দি হলেন শুভমন গিল ৷ একই অনুষ্ঠানে দেখা গেল সারা তেন্ডুলকরকেও ৷

Subhman Sara Viral Video
অনুষ্ঠান থেকে বের হতে গিয়ে ক্যামেরাবন্দি শুভমন সারা

By ETV Bharat Bangla Team

Published : Nov 1, 2023, 5:56 PM IST

মুম্বই, 1 নভেম্বর:বিশ্বকাপের চুড়ান্ত পর্বের জন্য ইতিমধ্যেই জায়গা প্রায় পাকা করে ফেলেছে ভারতীয় দল ৷ আগামী ম্যাচে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হতে চলেছে রোহিত শর্মার দল ৷ এই ম্যাচে জিতলেই পাকাপাকিভাবে সেমিফাইনাল খেলার সিলমোহর পেয়ে যাবে 'মেন ইন ব্লু' ৷ তবে তার আগে দলের স্টার ব্যাটার শুভমন গিল ক্যামেরাবন্দি হলেন একটি ইভেন্ট থেকে বের হওয়ার সময় ৷ সূত্রের খবর অনুযায়ী, তিনি উপস্থিত ছিলেন মুকেশ আম্বানির জিয়ো ওয়ার্ল্ড প্লাজা লঞ্চের অনুষ্ঠানে ৷ শুভমনের পর গেট থেকে বের হতে দেখা গেল সচিন কন্যা সারা তেন্ডুলকরকেও ৷

সম্প্রতি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিয়ো ৷ পাপারাৎজিদের ক্যামেরায় দেখা যায়, একটি ইভেন্ট থেকে বাইরে বেরিয়ে আসছেন গিল ৷ তাঁর পরনে রয়েছে জমকালো স্যুট ৷ কিছুক্ষণ পরেই গেট দিয়ে বের হয়ে আসতে দেখা যায় সারাকেও ৷ তাঁর পরনে ছিল লাল বডিকন পোশাক ৷ দু'জনকে একসঙ্গে দেখা যায়নি ঠিকই তবে দু'জনের সম্পর্ক নিয়ে চর্চা আরও একবার চরমে উঠল এই ভিডিয়ো সামনে আসার পর ৷

বলিউড এবং ক্রিকেট মহলে এই গুঞ্জন চলে আসছে বহুদিন ধরেই ৷ সারা-শুভমন নাকি জড়িয়েছেন প্রেমের সম্পর্কে এমন চর্চাও কম হয়নি ৷ আবার তাঁদের তথাকথিত সম্পর্কের ভাঙনের গল্পও ছড়িয়েছে ৷ এবারও তাঁদের এই ভিডিয়ো নিয়ে আলোচনা চরমে উঠল ৷

আরও পড়ুন:বাদ পড়েছিলেন সেন্ট্রাল চুক্তি থেকে, এবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় ডেভিড উইলির

চলতি বিশ্বকাপের কথা বললে, প্রথম কয়েকটি ম্যাচে ডেঙ্গির কারণে খেলতে পারেননি এই ডানহাতি ব্যাটার ৷ তারপর একাদশে ফিরে মাত্র একটি ম্যাচেই রান পেয়েছেন তিনি ৷ বাংলাদেশের বিপক্ষে 53 রানের সাজানো ইনিংস খেলেন শুভমন ৷ সেই ম্যাচে গ্যালারিতে দেখা গিয়েছিল সারাকেও ৷ তারপর গত দু'টি ম্যাচে গিলের সংগ্রহ যথাক্রমে 26 এবং 9 রান ৷ ওপেনিংয়ে রোহিত রান পেলেও শুভমনের ব্যাটে কবে রান আসবে তা দেখার জন্যই অপেক্ষায় অনুরাগীরা ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের মাঠে খেলতে নামবেন গিল ৷ সেখানে তিনি রান পান কি না সেটাই দেখার

ABOUT THE AUTHOR

...view details