বেঙ্গালুরু, 12 ফেব্রুয়ারি : শ্রেয়স আইয়ারকে কিনল কলকাতা নাইট রাইডার্স ৷ 12.25 কোটি টাকায় নিলামে শ্রেয়সকে কিনল কেকেআর (Shreyas Iyer Sold to Kolkata Knight Riders for 12 Crore 25 Lakhs) ৷ দিল্লি ক্যাপিটালস তাঁকে ছেড়ে দিয়েছিল ৷ জানা গিয়েছিল, শ্রেয়স নিজেই দিল্লি ফ্র্যাঞ্চাইজি থেকে সরে যেতে চেয়েছিলেন ৷ এবার নিলামে ওঠার পর রেকর্ড দামে তাঁকে কিনেছে রেড চিলিজের কলকাতা ফ্র্যাঞ্চাইজি ৷
এবারের নিলামে (TATA IPL Auction 2022) মার্কি ক্রিকেটারদের মধ্যে একজন ছিলেন শ্রেয়স ৷ তাঁর বেস প্রাইজ ছিল 2 কোটি টাকা ৷ নিলাম শুরু আগেই কেকেআর এর ভিতরের খবর ছিল, শ্রেয়সকে কেনার জন্য ঝাঁপাবে কলকাতা ৷ তাই তাঁকে কেনার জন্য বড় দর হাঁকতেও পিছপা হননি রেড চিলিজের কর্মকর্তারা ৷ পাশাপাশি, অজি পেসার প্যাট কামিন্সকে ফের তুলে নিয়েছে কলকাতা ৷ তাঁকে 7.25 কোটি টাকায় তুলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স ৷