কানপুর, 28 নভেম্বর : প্রথম ইনিংসে শতরান করে প্রবেশ করেছিলেন এলিট লিস্টে ৷ আর দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে ইতিহাসে প্রবেশ করলেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer scripts history on test debut) ৷ প্রথম ভারতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টেস্ট অভিষেকে এহেন কীর্তি গড়লেন মুম্বইকর ব্যাটার (Shreyas Iyer becomes 1st Indian to hit hundred and fifty on Test debut) ৷
গ্রিন পার্কে চতুর্থদিন দ্বিতীয় ইনিংসে চরম ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন হয় টিম ইন্ডিয়া ৷ 51 রানে 5 উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে যাওয়া দলকে টেনে তোলেন শ্রেয়স ৷ দিনের দ্বিতীয় সেশনে প্রথম ইনিংসে শতরানকারীর ব্যাটে সাহারা পায় রাহানের দল ৷ তবে ফের ব্যর্থ রাহানে (Ajinkya Rahane) ৷ ফিরলেন 4 রান করে ৷ পূজারা (Cheteshwar Pujara) করেন 22 রান ৷ কঠিন সময়ে হাল ধরেন শ্রেয়স ৷ ষষ্ঠ উইকেটে প্রথমে রবি অশ্বিনের (Ravichandran Ashwin) সঙ্গে, এরপর সপ্তম উইকেটে উইকেটরক্ষক ব্যাটার ঋদ্ধিমান সাহার (Wriddhiman saha) সঙ্গে অর্ধশতরানের জুটি গড়েন তিনি ৷