পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

IND vs NZ Kanpur Test : সৌরভের কীর্তি ছুঁয়ে কানপুরে শতরান শ্রেয়সের ব্যাটে - সৌরভের কীর্তি ছুঁয়ে কানপুরে শতরান শ্রেয়সের ব্য়াটে

শিখরে শ্রেয়স আইয়ার ৷ কানপুর টেস্টে শতরান হাঁকিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে একাসনে বসে পড়লেন মুম্বইয়ের ব্য়াটার ৷ প্রথমদিনের শেষে 75 রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন ৷ দ্বিতীয়দিন প্রথম ঘণ্টাতেই তিন অঙ্কের রানে পৌঁছে গেলেন শ্রেয়স ৷

IND vs NZ Kanpur Test
সৌরভের কীর্তি ছুঁয়ে কানপুরে শতরান শ্রেয়সের ব্য়াটে

By

Published : Nov 26, 2021, 10:06 AM IST

Updated : Nov 26, 2021, 10:55 AM IST

কানপুর , 26 নভেম্বর : শিখরে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) ৷ কানপুর টেস্টে শতরান হাঁকিয়ে বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের সঙ্গে একাসনে বসে পড়লেন মুম্বইয়ের ব্যাটার (Shreyas Iyer touches Sourav Ganguly's record on test debut) ৷ প্রথমদিনের শেষে 75 রানে অপরাজিত থেকে শেষ করেছিলেন ৷ দ্বিতীয়দিন প্রথম ঘণ্টাতেই তিন অঙ্কের রানে পৌঁছে গেলেন শ্রেয়স ৷ লাল বলের ক্রিকেটের অভিষেকে সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বইকর ব্যাটার প্রবেশ করে গেলেন এলিট তালিকায় ৷ যে তালিকায় একা সৌরভ নন, রয়েছেন গুন্ডাপ্পা বিশ্বনাথ (Gundappa Viswanath), মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), শিখর ধাওয়ান (Shikhar Dhawan), রোহিত শর্মা (Rohit Sharma), পৃথ্বী শ'র (Prithvi Shaw) নাম ৷ এঁরা প্রত্যেকেই শতরানে স্মরণীয় করে রেখেছিলেন কেরিয়ারের প্রথম টেস্ট ম্যাচ ৷

প্রথমদিনের আরেক অপরাজিত ব্যাটার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja) এদিন স্কোরবোর্ডে কোনও রান না যোগ করেই সাজঘরে ফেরেন ৷ তবে ধৈর্যচ্যুতি ঘটেনি শ্রেয়সের ৷ ঠিক যেমনটা চলতি বছর এপ্রিলে কাঁধের অস্ত্রোপচার কিংবা টি-20 বিশ্বকাপের দলে জায়গা না পেয়েও হারাননি ৷ 92তম ওভারের প্রথম বলে কাইল জেমিসনকে পয়েন্টে ঠেলে দিয়ে অভিষেকেই তিন অঙ্কের রানে পৌঁছে যান শ্রেয়স ৷ নন-স্ট্রাইক এন্ডে তখন বঙ্গ উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহা ৷ 157 বল খেলে শতরান আসে শ্রেয়সের ৷

আরও পড়ুন : IND vs NZ Kanpur Test : অভিষেকেই দুরন্ত, শ্রেয়সের সামনে সৌরভকে ছোঁয়ার হাতছানি

উল্লেখ্য়, কানপুরেই অভিষেক টেস্টে শতরান করেছিলেন গুন্ডাপ্পা বিশ্বনাথ ৷ গতকাল হাফসেঞ্চুরি পূর্ণ করে শুভমান গিল আউট হওয়ার পর মূলত দিল্লি ক্য়াপিটালসের ক্রিকেটারের ব্যাটেই কিউয়িদের ঘাড়ে রানের বোঝা চাপানোর লক্ষ্যে ছিল ভারত ৷ কিন্তু শ্রেয়সের ইনিংস 105 রানের বেশি স্থায়ী হয়নি ৷ দলীয় 305 রানের মাথায় সাউদির বলে আউট হন তিনি ৷ সুযোগ কাজে লাগাতে ব্যর্থ ঋদ্ধিমানও ৷ মাত্র 1 রান করে শ্রেয়সের আগেই ফেরেন তিনি ৷

Last Updated : Nov 26, 2021, 10:55 AM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details