কলকাতা, 14 ডিসেম্বর: আইপিএলের নতুন মরশুমে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকেই ৷ বুধবার এমনটাই ঘোষণা করল নাইট শিবির ৷ সহ-অধিনায়ক হতে চলেছেন নীতিশ রানা ৷ অর্থাৎ বেগুনি শিবিরে এবার দায়িত্বে সেই শ্রেয়াসই ৷ 2023 সালে চোটের কারণে আইপিএল-এ দেখা যায়নি আইয়ারকে ৷ দায়িত্ব সামলেছিলেন নীতিশ ৷ এবার শ্রেয়স দলে ফিরতেই রানাকে তাঁর ডেপুটি পদে নিযুক্ত করল নাইট ম্যানেজমেন্ট ৷
বৃহস্পতিবার এই ঘোষণা করতে গিয়ে নাইট সিইও বেঙ্কি মাইসোর বলেন, "চোটের কারণে গত বছর আইপিএল খেলতে পারেননি শ্রেয়স ৷ সত্যিই এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা ছিল ৷ আমরা খুশি যে এবার তিনি আবার দলে ফিরছেন ৷ আর অধিনায়কত্বের দায়িত্বও তিনিই সামলাবেন ৷ যেভাবে কঠিন পরিশ্রম করে তিনি চোট থেকে ফিরেছেন তা তাঁর চরিত্রের দৃঢ়তার দিকটিকে তুলে ধরে ৷ আমরা কৃতজ্ঞ যে গতবছর নীতিশ শ্রেয়সের জুতোয় পা গলাতে রাজি হয়েছিলেন এবং দারুণ পারফর্ম করেছিলেন ৷ সহ-অধিনায়ক হিসাবে যে নীতিশ যে তাঁকে সব রকম সাহায্য করবেন এই নিয়ে আমাদের কোনও সন্দেহ নেই ৷"
সম্প্রতি ওয়ানডে বিশ্বকাপে মিডল অর্ডারে দুরন্ত পারফরম্যান্স উপহার দিয়েছিলেন শ্রেয়স ৷ তাঁর ব্যাট থেকে এসেছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনিংস ৷ পেয়েছেন শতরানও ৷ ব্যাট হাতে তিনি যেমন দুর্দান্ত ফর্মে রয়েছেন তা প্রভাব ফেলবে তাঁর অধিনায়কত্বেও, এমনটাই মনে করছেন ক্রীড়াপ্রেমীরা ৷ শ্রেয়স নিজেও ভীষণ খুশি কেকেআর-এর ম্যান ইন চার্জের দায়িত্ব পেয়ে ৷