মুম্বই, 14 নভেম্বর: 2019 বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল চার নম্বর ব্যাটার ৷ কে সেই জায়গাটা পূরণ করতে পারবেন ? এই প্রশ্নের উত্তর 2019 বিশ্বকাপ শুধু নয়, তারপরেও একাধিক আইসিসি টুর্নামেন্টে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে অজানা ছিল ৷ তবে, চলতি বিশ্বকাপে চার নম্বরে তাঁর উপর দলের বিশ্বাসের সম্মান রেখেছেন শ্রেয়স আইয়ার ৷ টুর্নামেন্টে 3টি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি ইতিমধ্যেই এসে গিয়েছে মুম্বইকরের ব্যাটে ৷ যা নিয়ে ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শ্রেয়সের প্রশংসা যেমন করলেন তাঁর ছোটবেলার কোচ প্রবীণ আমরে ৷ তেমনই টিম ম্যানেজমেন্ট মুম্বইকরের উপর যে আস্থা রেখেছিল, তাও সঠিক বলে মনে করেন তিনি ৷
প্রত্যেক ক্রিকেটারের মতো বিশ্বকাপে সেঞ্চুরি করার স্বপ্ন দেখতেন শ্রেয়স আইয়ার ৷ লিগ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই স্বপ্নপূরণ হয়েছে তাঁর ৷ আমরে ইটিভি ভারতকে বলেন, "শ্রেয়সের স্বপ্ন সত্যি হয়েছে ৷ প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে সেঞ্চুরি করার ৷ শ্রেয়সেরও সেই স্বপ্নটা ছিল ৷ এবার সেটা পূরণ হয়েছে ৷ তবে এটা এত সহজে আসেনি ৷ ও নিজের খেলাটা অনেক শুধরেছে ৷ যখন ও চোট পেয়েছিল, সেই কঠিন সময়ে টিম ম্যানেজমেন্ট ওর পাশে ছিল ৷ দল ওর উপর বিশ্বাস রেখেছিল ৷ তাই কৃতিত্বটা ম্যানেজমেন্টেরও প্রাপ্য ৷"
প্রবীণ আমরে ভারতের হয়ে 11টি টেস্ট ও 37টি ওয়ান-ডে খেলেছেন ৷ জাতীয় দলের সফর তাঁর লম্বা না-হলেও, কোচ হিসেবে আমরের সাফল্য আকাশছোঁয়া ৷ অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারের মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের গড়েপিঠে মানুষ করেছেন তিনিই ৷ এমনকি ফর্ম হারিয়ে অনেক ক্রিকেটার অতীতে তাঁর স্মরণাপন্ন হয়েছেন ৷