পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: ম্যানেজমেন্টের দেওয়া দায়িত্ব দারুণভাবে পালন করছে শ্রেয়স, মত আমরে স্যরের - Shreyas Iyers ICC Cricket World Cup Performance

Pravin Amre on Shreyas Iyer's ICC Cricket World Cup Performance: দলের ভরসা রাখতে পেরেছেন তাঁর ছাত্র ৷ কথা হচ্ছে শ্রেয়স আইয়ার এবং প্রবীণ আমরের ৷ শ্রেয়সের প্রথম বিশ্বকাপ সেঞ্চুরি ও টুর্নামেন্টের পারফর্ম্যান্স নিয়ে ইটিভি ভারতের পুষ্কর পান্ডেকে বিশেষ সাক্ষাৎকার দিলেন প্রবীণ আমরে ৷

Image Courtesy: BCCI and Pravin Amre X
Image Courtesy: BCCI and Pravin Amre X

By ETV Bharat Bangla Team

Published : Nov 14, 2023, 8:04 PM IST

মুম্বই, 14 নভেম্বর: 2019 বিশ্বকাপে ভারতের সবচেয়ে বড় সমস্যা ছিল চার নম্বর ব্যাটার ৷ কে সেই জায়গাটা পূরণ করতে পারবেন ? এই প্রশ্নের উত্তর 2019 বিশ্বকাপ শুধু নয়, তারপরেও একাধিক আইসিসি টুর্নামেন্টে ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে অজানা ছিল ৷ তবে, চলতি বিশ্বকাপে চার নম্বরে তাঁর উপর দলের বিশ্বাসের সম্মান রেখেছেন শ্রেয়স আইয়ার ৷ টুর্নামেন্টে 3টি হাফ-সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি ইতিমধ্যেই এসে গিয়েছে মুম্বইকরের ব্যাটে ৷ যা নিয়ে ইটিভি ভারতকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে শ্রেয়সের প্রশংসা যেমন করলেন তাঁর ছোটবেলার কোচ প্রবীণ আমরে ৷ তেমনই টিম ম্যানেজমেন্ট মুম্বইকরের উপর যে আস্থা রেখেছিল, তাও সঠিক বলে মনে করেন তিনি ৷

প্রত্যেক ক্রিকেটারের মতো বিশ্বকাপে সেঞ্চুরি করার স্বপ্ন দেখতেন শ্রেয়স আইয়ার ৷ লিগ ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে সেই স্বপ্নপূরণ হয়েছে তাঁর ৷ আমরে ইটিভি ভারতকে বলেন, "শ্রেয়সের স্বপ্ন সত্যি হয়েছে ৷ প্রত্যেক খেলোয়াড়ের স্বপ্ন থাকে বিশ্বকাপে সেঞ্চুরি করার ৷ শ্রেয়সেরও সেই স্বপ্নটা ছিল ৷ এবার সেটা পূরণ হয়েছে ৷ তবে এটা এত সহজে আসেনি ৷ ও নিজের খেলাটা অনেক শুধরেছে ৷ যখন ও চোট পেয়েছিল, সেই কঠিন সময়ে টিম ম্যানেজমেন্ট ওর পাশে ছিল ৷ দল ওর উপর বিশ্বাস রেখেছিল ৷ তাই কৃতিত্বটা ম্যানেজমেন্টেরও প্রাপ্য ৷"

প্রবীণ আমরে ভারতের হয়ে 11টি টেস্ট ও 37টি ওয়ান-ডে খেলেছেন ৷ জাতীয় দলের সফর তাঁর লম্বা না-হলেও, কোচ হিসেবে আমরের সাফল্য আকাশছোঁয়া ৷ অজিঙ্ক রাহানে, শ্রেয়স আইয়ারের মতো প্রতিভাবান ভারতীয় ক্রিকেটারদের গড়েপিঠে মানুষ করেছেন তিনিই ৷ এমনকি ফর্ম হারিয়ে অনেক ক্রিকেটার অতীতে তাঁর স্মরণাপন্ন হয়েছেন ৷

বিশ্বকাপে ভারতীয় দলের কম্বিনেশনের নিরিখে চার নম্বরে শ্রেয়স আইয়ারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন আমরে ৷ তিনি জানান, যখন আমরা কেবলমাত্র ছ'জন বিশেষজ্ঞ ব্যাটার নিয়ে খেলছি, তখন চার নম্বরের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হয়ে যায় ৷ শ্রেয়স এই জায়গায় কেরিয়ারের শুরুতে খেলেছিল ৷ সেখানে নিয়মিত ভালো পারফর্ম করেছে ও ৷ সেই কারণে ভারতীয় টিম ম্যানেজমেন্ট এই জায়গায় ওর উপর বিশ্বাস রেখেছিল ৷ আমরের মতে শ্রেয়স সেই বিশ্বাসের মূল্য দিতে পেরেছে ৷

তবে, আসল পরীক্ষা বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে ৷ ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ড ৷ তাই চ্যালেঞ্জটা আরও কঠিন বলেই মনে করছেন মুম্বই ক্রিকেটের আমরে স্যার ৷ তবে, তাঁর বিশ্বাস ভারতীয় দলের বর্তমান যা ফর্ম, তাতে ভারত ফাইনালে অবশ্য উঠবে ৷

আরও পড়ুন:

  1. বুধে ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল বৃষ্টিতে ভেস্তে গেলে কী হবে, জানিয়ে দিল আইসিসি
  2. বিশ্বকাপ জয়ের সেরা দাবিদার ভারতীয় দলই, বলছেন আজহার

ABOUT THE AUTHOR

...view details