মুম্বই, 14 মার্চ: পিঠের চোটের কারণে আমেদাবাদ টেস্টে ব্যাট করতে পারেননি শ্রেয়স আইয়ার ৷ এবার আগামী 17 মার্চ থেকে শুরু হতে চলা তিন ম্যাচের একদিনের সিরিজেও অনিশ্চিত ভারতের মিডল-অর্ডার এই ব্যাটার (Shreyas Iyer Doubtful for ODIs Against Australia) ৷ অধিনায়ক রোহিত শর্মা গতকাল ম্যাচ শেষে জানিয়েছেন, আইয়ার খুব একটা ভালো আছে বলে মনে হচ্ছে না ৷ আমেদাবাদের শেষ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ইনিংসে বল করার সময় পা স্লিপ করে পড়ে যান শ্রেয়স ৷ তারপর প্রথম ইনিংসে ভারতের ব্যাটিংয়ের সময় তিনি মাঠে নামেননি ৷
শ্রেয়স আইয়ারকে ইতিমধ্যেই ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে পাঠিয়েছে টিম ম্যানেজমেন্ট ৷ সেখানে বিসিসিআই-এর চিকিৎসকদের দল শ্রেয়সের পিঠের চোটের পরীক্ষা করবে ৷ তাঁর চোট কতটা গুরুতর তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷ তবে, ইএসপিএন-ক্রিকইনফো’র তথ্যকে তুলে ধরে সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, খুব সম্ভবত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের একদিনের সিরিজে শ্রেয়স আইয়ার খেলতে পারবেন না ৷ জানা গিয়েছে, তাঁর পিঠের নিচের অংশ ফুলে গিয়েছে ৷
আমেদাবাদ টেস্টে টানা দু’দিন ফিল্ডিং এবং বোলিং করার সময় পড়ে যাওয়ার কারণেই এই চোট বলে মনে করা হচ্ছে ৷ এ নিয়ে সিরিজ শেষে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, ‘‘খুব খারাপ ৷ এটা খুবই দুর্ভাগ্যজনক ঘটনা ৷ ও সারাদিন অপেক্ষা করেছিল ব্যাট করার জন্য ৷ কিন্তু, দিনের শেষে দেখা গেল ওর পিঠের সমস্যা শুরু হয় ৷ পিঠের নিচের অংশ ফুলে গিয়েছে ৷’’ রোহিত এও জানিয়েছেন, শ্রেয়সকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল ৷ তবে, স্ক্যান রিপোর্টে ঠিক কী এসেছে তা তিনি জানেন না ৷
আরও পড়ুন:অক্টোবরে ঘরের মাঠে বুমরার বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে সৌরভ
সোমবার বিসিসিআই-এর তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে শ্রেয়স আইয়ারের চোট নিয়ে ৷ সেখানে জানানো হয়েছে, বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া হচ্ছে শ্রেয়সের চোট নিয়ে ৷ এর আগে গত ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরের সময় পিঠের চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন ভারতের এই মিডল-অর্ডার ব্যাটার ৷ সেই সময়ে এনসিএ-তে শ্রেয়সকে ইনজেকশন দেওয়া হয়েছিল ৷ সেই সময় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজে এবং বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে খেলতে পারেননি তিনি ৷ ফের একবার পিঠের চোটের কারণে মাঠের বাইরে থাকতে হতে পারে তাঁকে ৷