পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্রিকেটের ইতিহাসের সেরা ব্যাটসম্যান কে জন্মদিনের শুভেচ্ছা শোয়েবের - পাক ক্রিকেটার শোয়েব আখতার

মাঠে সচিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বেশ উপভোগ করতেন শোয়েব । সেই কথাও উল্লেখ রয়েছে তাঁর টুইটে । সচিনের সঙ্গে তাঁর অন ফিল্ড প্রতিদ্বন্দ্বিতাকে নিজের খেলোয়াড়ি জীবনের অন্যতম সম্পদ বলে উল্লেখ করেছেন শোয়েব আখতার ।

Shoaib Akhter
Shoaib Akhter

By

Published : Apr 24, 2020, 7:53 PM IST

Updated : Oct 31, 2022, 3:00 PM IST

ইসলামাবাদ, 24 এপ্রিল: সচিন তেন্ডুলকরের জন্মদিন বলে কথা ! শুভেচ্ছার বন্যা বইছে সকাল থেকেই । এমনকী পাকিস্তান থেকেও শুভেচ্ছা আসছে । প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের কথাই ধরা যাক । শুভেচ্ছা জানানোর পাশাপাশি মাস্টার ব্লাস্টারের প্রশংসাও করলেন তিনি । সচিনকে ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যাটসম্যান বলে উল্লেখ করলেন তিনি ।

মাঠে সচিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বেশ উপভোগ করতেন শোয়েব । সেই কথাও উল্লেখ রয়েছে তাঁর টুইটে । মাস্টার ব্লাস্টারের সঙ্গে তাঁর অন ফিল্ড প্রতিদ্বন্দ্বিতাকে নিজের ক্রিকেট জীবনের অন্যতম সম্পদ বলে উল্লেখ করেছেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস । সচিন তেন্ডুলকরের মতো ব্যাটসম্যানের বিরুদ্ধে খেলে গর্বিত অনুভব করেন বলেও লিখেছেন তিনি ।

সচিনের সঙ্গে দুটি ছবি দিয়ে শোয়েব লেখেন, "জন্মদিনের শুভেচ্ছা সচিন । নিঃসন্দেহে ক্রিকেটের ইতিহাসে সেরা ব্যাটসম্যান । তোমাকে চেনা, তোমার সঙ্গে এবং তোমার বিরুদ্ধে খেলা আমার জন্য গর্বের । মাঠে তোমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা আমার খেলোয়াড়ি জীবনের সম্পদ ।"

Last Updated : Oct 31, 2022, 3:00 PM IST

ABOUT THE AUTHOR

...view details