পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Asia Cup 2023: 'বৃষ্টি বাঁচিয়ে দিল আমাদের', সুপার ফোরের ম্যাচে শাহিনদের বোলিংকে কটাক্ষ শোয়েবের - Asia Cup

Shoaib Akhtar on Rain Affected India vs Pakistan Match: গ্রুপের পর সুপার ফোরের ম্যাচ নিয়েও অনিশ্চয়তা ৷ বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তেও ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ৷ এই পরিস্থিতিতে প্রথম দিনের ম্যাচ ভেস্তে যাওয়ার পর শোয়েব আখতারের নিশানায় পাকিস্তান বোলিং ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Sep 11, 2023, 6:25 PM IST

Updated : Sep 11, 2023, 6:36 PM IST

নয়াদিল্লি, 11 সেপ্টেম্বর: বৃষ্টি বিঘ্নিত সুপার ফোরের ভারত বনাম পাকিস্তান ম্যাচ ৷ যা নিয়ে বাবর আজমদের পারফর্ম্যান্সকে খোঁচা রাওয়ালপিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের ৷ তাঁর কটাক্ষ, ‘‘অবশেষে বৃষ্টি আমাদের বাঁচিয়ে দিল !’’ সুপার ফোরে ভারত বনাম পাকিস্তান ম্যাচে বৃষ্টির পূর্বভাস থাকায় বিশেষ রিজার্ভ ডে রেখেছিল এসিসি ৷ সেই মতো প্রথমদিনে মাত্র 24 ওভার খেলা হওয়ার পর ম্যাচ বন্ধ হয়ে যায় ৷ যদিও, আজ রিজার্ভ ডে-তেও বৃষ্টির কারণে ম্যাচ নির্ধারিত সময়ে শুরু করা যায়নি ৷

শোয়েব তাঁর সোশাল মিডিয়া পোস্টে লেখেন, ‘‘অবশেষে বৃষ্টি আমাদের বাঁচিয়ে দিল ৷ শেষবার বৃষ্টি ভারতকে বাঁচিয়ে দিয়েছিল ৷ আর আজকে আমরা বিপদে ছিলাম ৷ সেখানে বৃষ্টি আমাদের রক্ষা করতে চলে এসেছে ৷’’ রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের এই খোঁচা অবশ্য শুধু পাকিস্তান দলের জন্য ছিল না ৷ গ্রুপ স্টেজের ম্যাচে ভারতের দুরাবস্থা নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ রবিবার টস জিতে পাকিস্তান অধিনায়ক আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ৷ কিন্তু, রোহিত শর্মা এবং শুভমন গিল গতকাল শুরু থেকে আক্রমণে যান পাক পেসারদের বিরুদ্ধে ৷ বিশেষত, শাহিন শাহ আফ্রিদির বিরুদ্ধে ৷

রোহিত 56 রান এবং শুভমন 58 রানে আউট হন ৷ প্রথম উইকেটে দুই ওপেনার 121 রান তোলেন ৷ এর পর বিরাট কোহলি এবং কেএল রাহুল ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান ৷ দু’জনে এই মুহূর্তে অপরাজিত রয়েছেন ৷ 24.1 ওভারে ভারতের স্কোর 2 উইকেট হারিয়ে 147 রান ৷ এই স্কোর থেকেই আজ ম্যাচ শুরু হবে ৷ তবে, বৃষ্টি সেখানে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ৷ আজ ম্যাচ শুরু করতে দেরি হলে, ওভার কাট-অফ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ সেক্ষেত্রে হাতে থাকা সময়ের উপর নির্ভর করবে কত ওভার খেলা হবে ? কারণ, আগামিকাল ফের এই মাঠেই ভারত এবং শ্রীলঙ্কা সুপার ফোরের ম্যাচ খেলতে নামবে ৷

আরও পড়ুন:বুমরাকে বাবা হওয়ার অভিনন্দন জানিয়ে উপহার, অভিনব সৌজন্য পাক পেসারের

আর একেবারেই ম্যাচ শুরু না-হলে এক পয়েন্ট করে ভাগ হয়ে যাবে দুই দলের মধ্যে ৷ সেক্ষেত্রে শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ম্যাচ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে ৷ কারণ, সেখানেও বৃষ্টি বাধা হতে পারে ভারতের ৷ তাই পয়েন্ট ভাগাভাগি না করে অনন্ত এক ম্যাচ জিতে ফাইনালে ওঠার রাস্তা পরিষ্কার রাখতে চাইবে ভারত ৷ পরপর দু’ম্যাচ হেরে বাংলাদেশের ফাইনালে ওঠার সম্ভাবনা আর নেই বললেই চলে ৷ আর ভারতের লড়াই মূলত শ্রীলঙ্কার সঙ্গেই বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ ৷

Last Updated : Sep 11, 2023, 6:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details