পারথ, 27 অক্টোবর: ভারতের বিরুদ্ধে হারের পর চুপ থাকলেও জিম্বাবোয়ের বিরুদ্ধে বাবররা হারতেই ভাঙল ধৈর্য্যের বাঁধ ৷ পাকিস্তানের পারফরম্যান্স দেখে সোশাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তনীরা ৷ পারথে এদিন কুড়ি-বিশের বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে জিম্বাবোয়ের বিরুদ্ধে শেষ বলে ম্যাচ হারায় সেমির রাস্তা জটিল হয়েছে পাকিস্তানের (Pakistan lost to Zimbabwe in T20 WC) ৷ আর তারপরই সোশাল মিডিয়ায় দলের মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলে 'রাওয়ালপিন্ডি এক্সপ্রেস' (Shoaib Akhtar lashes out at Pakistan after losing to Zimbabwe) ৷ অন্যদিকে প্রাক্তন অধিনায়ক শাহিদ আফ্রিদি (Shahid Afridi) এতোটাই ক্ষুব্ধ যে, ম্যাচের ফলাফলকে অঘটন বলতে নারাজ তিনি ৷
ম্যাচের পর এদিন বাবরের দলের পারফরম্যান্স নিয়ে তিন-তিনটি টুইট করে ফেলেছেন শোয়েব আখতার ৷ প্রাক্তন স্পিডস্টার প্রথম টুইটে লিখেছেন, "সত্যি বলতে হতবুদ্ধিকর একটা ফলাফল ৷" পরমুহূর্তেই একটি ছোট্ট ভিডিয়ো পোস্ট করেছেন আখতার ৷ যেখানে তিনি বলেছেন, "আরও বেশি করে গড়পরতা মানসিকতা সেট করো, এই ফলাফলটাই তো আসবে ৷ আমি ভীষণ হতাশ ৷ তোমরা এখন জিম্বাবোয়ের কাছেও হারছো ৷ সেমিফাইনালে যাওয়া এখন বাস্তবে অসম্ভব বলেই তো মনে হচ্ছে ৷"