পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Sep 12, 2022, 11:01 AM IST

Updated : Sep 12, 2022, 11:31 AM IST

ETV Bharat / sports

Shikhar Dhawan: প্রোটিয়াদের বিরুদ্ধে একদিনের সিরিজে ভারতের নেতৃত্বে শিখর ধাওয়ান!

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 6 অক্টোবর থেকে শুরু হতে চলা একদিনের সিরিজে ভারতকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan to lead India in ODIs against South Africa) ৷ বিসিসিআই সূত্রে এমনটাই জানা গিয়েছে ৷

Shikhar Dhawan to lead India in ODIs against South Africa: BCCI sources
Shikhar Dhawan to lead India in ODIs against South Africa: BCCI sources

মুম্বই, 12 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজে অধিনায়কত্ব করতে পারেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan to lead India in ODIs against South Africa) ৷ বিসিসিআই সূত্র এমন খবর জানতে পেরেছে সংবাদ সংস্থা এএনআই ৷ 6 অক্টোবর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে ৷ 9 ও 11 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ রয়েছে ৷ প্রসঙ্গত, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে ভারত ৷ 16 অক্টোবর অস্ট্রেলিয়ায় টি 20 বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য

20 সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের টি 20 সিরিজ খেলবে ভারত ৷ তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 3 ম্যাচের টি 20 সিরিজ খেলবে ভারত ৷ এই দু’টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা ৷ কিন্তু 6 অক্টোবর থেকে শুরু হতে চলা 3 ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান ৷ বিসিসিআই এর একটি সূত্রের তরফে সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে ৷

মনে করা হচ্ছে, 16 অক্টোবর থেকে অস্ট্রেলিয়ায় টি 20 বিশ্বকাপের আগে রোহিত শর্মা, বিরাট কোহলিদের একদিনের সিরিজে নাও খেলানো হতে পারে ৷ কারণ, 11 সেপ্টেম্বর সিরিজ শেষ করে অস্ট্রেলিয়া গিয়ে ফের টি 20 বিশ্বকাপের দু’টি প্রস্তুতি ম্যাচ খেলার ধকল থেকে রোহিতদের মুক্তি দিতে চাইছে বোর্ড ৷ শুধু তাই নয় টি 20 বিশ্বকাপে অংশ নেওয়া 15 জন ক্রিকেটারের কাউকেই একদিনের ম্যাচে নাও খেলানো হতে পারে ৷ এমনটাই খবর বিসিসিআই সূত্রে ৷ সেক্ষেত্রে 4 অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি 20 বিশ্বকাপের আগে ভারতের শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ হতে পারে ৷

আরও পড়ুন:দুবাইয়ে সিংহলী রূপকথা,ষষ্ঠবার এশিয়ার সেরা শ্রীলঙ্কা

ধাওয়ানের নেতৃত্বে, তরুণ ক্রিকেটারদের একদিনের সিরিজে সুযোগ দিতে পারে বিসিসিআই ৷ আর তা হলে 2023 সালে ঘরের মাঠে 50 ওভারের বিশ্বকাপের আগে তরুণ ক্রিকেটারদের স্কিল পরীক্ষা করে দেখার একটা বড় সুযোগ পাবেন নির্বাচকরা ৷

Last Updated : Sep 12, 2022, 11:31 AM IST

ABOUT THE AUTHOR

...view details