মুম্বই, 12 সেপ্টেম্বর: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে একদিনের সিরিজে অধিনায়কত্ব করতে পারেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan to lead India in ODIs against South Africa) ৷ বিসিসিআই সূত্র এমন খবর জানতে পেরেছে সংবাদ সংস্থা এএনআই ৷ 6 অক্টোবর রাঁচিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ শুরু হচ্ছে ৷ 9 ও 11 অক্টোবর দিল্লিতে দ্বিতীয় ও তৃতীয় একদিনের ম্যাচ রয়েছে ৷ প্রসঙ্গত, তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের টি20 সিরিজ খেলবে ভারত ৷ 16 অক্টোবর অস্ট্রেলিয়ায় টি 20 বিশ্বকাপের আগে এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য
20 সেপ্টেম্বর থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 3 ম্যাচের টি 20 সিরিজ খেলবে ভারত ৷ তার পরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 28 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত 3 ম্যাচের টি 20 সিরিজ খেলবে ভারত ৷ এই দু’টি সিরিজে ভারতের অধিনায়কত্ব করবেন রোহিত শর্মা ৷ কিন্তু 6 অক্টোবর থেকে শুরু হতে চলা 3 ম্যাচের একদিনের সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দিতে পারেন শিখর ধাওয়ান ৷ বিসিসিআই এর একটি সূত্রের তরফে সংবাদ সংস্থাকে এমনটাই জানানো হয়েছে ৷