পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Ind vs Sri : কলম্বোতে ট্রেনিং শুরু ভারতের - ট্রেনিং শুরু করল ভারতীয় ক্রিকেট দল

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ান-ডে ও তিনটি টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ সেই জন্য ভারতের দ্বিতীয় সারির দল দ্বীপরাষ্ট্র পাড়ি দিয়েছে সোমবার ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা সহ প্রথমসারির ক্রিকেটাররা রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলার জন্য ইংল্যান্ডে আছেন ৷ তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান ৷

ট্রেনিং শুরু ভারতের
ট্রেনিং শুরু ভারতের

By

Published : Jul 2, 2021, 6:25 PM IST

কলম্বো, 2 জুলাই : কলম্বোতে আজ ট্রেনিং শুরু করল ভারতীয় ক্রিকেট দল ৷ 13 জুলাই থেকে আয়োজক শ্রীলঙ্কার বিরুদ্ধে সাদা বলের সিরিজ় খেলবে ভারত ৷

শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনটি ওয়ান-ডে ও তিনটি টি-20 ম্যাচ খেলবে ভারত ৷ সেই জন্য ভারতের দ্বিতীয় সারির দল দ্বীপরাষ্ট্র পাড়ি দিয়েছে সোমবার ৷ বিরাট কোহলি, রোহিত শর্মা সহ প্রথমসারির ক্রিকেটাররা রুটদের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ় খেলার জন্য ইংল্যান্ডে আছেন ৷ তাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান ৷ অন্যদিকে কোচের ভূমিকায় দেখা যাবে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়কে ৷

অক্টোবর-নভেম্বরে টি-20 বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-20 সিরিজ় ৷ দলে আছে একাধিক নতুন মুখ ৷ তাঁদের মধ্যে আছেন চেতন সাকারিয়া, কে গৌতম, নীতীশ রাণা, দেবদূত পাড়িক্কল, বরুণ চক্রবর্তী ও ঋুতুরাজ গায়কোয়াড় ৷ এছাড়া বিশ্বকাপগামী দলে জায়গা পাকা করাতে এই সিরিজ গুরুত্বপূর্ণ হতে চলেছে ইশান কিষাণ, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদবের কাছে ৷

আরও পড়ুন : Tokyo Olympics 2020 : অলিম্পিক্সে ফুটবল রোস্টারের পরিবর্তন নিশ্চিত করল ফিফা

বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ টি-20 সিরিজ় ৷ তবে সেই সিরিজে নেই ভারতের প্রথম সারির ক্রিকেটাররা ৷ ফলে আরব আমিরশাহি ও ওমানের পিচে নামার আগে আর ম্যাচ অনুশীলন পাবেন না তাঁরা ৷ যা নিঃসন্দেহে চিন্তার বিষয় ৷ তবে স্বস্তির জায়গা একটাই ৷ বিশ্বকাপের আগেই বসছে আইপিএলের আসর ৷ যেখানে খেলবেন প্রথমসারির ভারতীয় ক্রিকেটাররা ৷

ABOUT THE AUTHOR

...view details