পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Virat Kohli : শাস্ত্রী-যুগের স্মৃতি মনে করিয়ে রবিদের ধন্যবাদ বিরাটের - ভারতীয় ক্রিকেট দল

রবি শাস্ত্রী ও তাঁর সহকারীদের মেয়াদ শেষ হয়েছে সম্প্রতি ৷ সেই নিয়ে বুধবার টুইট করলেন বিরাট কোহলি ৷

shastris-contribution-to-indian-cricket-immense-says-virat-kohli
Virat Kohli : শাস্ত্রী-যুগের স্মৃতি মনে করিয়ে রবিদের ধন্যবাদ বিরাটের

By

Published : Nov 10, 2021, 12:34 PM IST

দুবাই, 10 নভেম্বর : শাস্ত্রী যুগের অবসান ঘটেছে ভারতীয় ক্রিকেটে ৷ রবি শাস্ত্রী ও তাঁর সহকারীদের মেয়াদ শেষ হয়েছে দিন দুয়েক আগেই ৷ সেই নিয়ে টুইট করলেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ৷ দলের সদ্য প্রাক্তন কোচ ও সহকারী কোচদের ধন্যবাদ জানালেন তিনি ৷

এবার টি-20 বিশ্বকাপে শোচনীয় ফল হয়েছে ভারতীয় ক্রিকেট দলের ৷ সুপার-12 স্তর থেকেই ফিরে আসতে হয়েছে বিরাট-বাহিনীকে ৷ প্রতিযোগিতা শুরুর অনেক আগেই বিরাট জানিয়েছিলেন যে তিনি টি-20 ক্রিকেটে আর ভারতের অধিনায়কত্ব করবেন না ৷ প্রতিযোগিতা চলাকালীন জানা যায় যে রবি শাস্ত্রীর জায়গায় ভারতের পরবর্তী কোচ হতে চলেছেন রাহুল দ্রাবিড় ৷

আরও পড়ুন :T20 World cup semifinal : লর্ডসের স্মৃতি উসকে ইংরেজের বিরুদ্ধে প্রতিশোধের ম্যাচ কিউয়িদের

রবি শাস্ত্রীর সহকারী হিসেবে ভারতীয় দলে বোলিং কোচ ছিলেন ভরত অরুণ ও ফিল্ডিং কোচ ছিলেন আর শ্রীধর ৷ তাঁদেরও মেয়াদ রবির সঙ্গেই শেষ হয়েছে ৷

সেই নিয়েই টুইট করেছেন বিরাট ৷ লিখেছেন, ‘‘আপনাদের সঙ্গে একটি টিম হিসেবে আমরা যে অসাধারণ পথ পেরিয়েছি ও যে স্মৃতি রয়েছে, তার জন্য সবাইকে ধন্যবাদ ৷ আপনাদের অনেক অবদান ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে তা লেখা থাকবে ৷ পরেরবার পর্যন্ত, জীবনের পরবর্তী পর্যায়ের জন্য অনেক শুভেচ্ছা ৷’’

আরও পড়ুন :Syed Mushtaq Ali Trophy : কর্নাটককে ধরাশায়ী করে মুস্তাক আলির শেষ আটে বাংলা

বিশ্বকাপের ব্যর্থতার পর ভারতকে মুখোমুখি হতে হবে নিউজিল্যান্ডের ৷ ঘরের মাঠে সেই সিরিজ শুরু হতে চলেছে আগামী 17 নভেম্বর ৷ ওই সিরিজে রয়েছে তিনটি টি-20 ম্যাচ ও দু’টি টেস্ট ৷ ওই সিরিজ থেকেই ভারতীয় ক্রিকেটে কোচ হিসেবে যাত্রা শুরু করছেন রাহুল দ্রাবিড় ৷

বিরাট টি-20 ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন ৷ তাঁর জায়গায় এই সিরিজের জন্য নতুন অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে রোহিত শর্মাকে ৷ তবে টেস্টে অধিনায়ক বিরাটই থাকছেন ৷ তিনি একদিনের ম্যাচের অধিনায়কত্ব ছাড়েননি ৷ কিন্তু তাঁকে সেখানে দায়িত্বে রাখা হবে কি না, তা নিয়ে এখনও নিশ্চিত করে কিছু বলা যায় না ৷

আরও পড়ুন :Rohit Sharma : টি-20 ক্রিকেটে বিরাটের উত্তরসূরি বেছে নিল বিসিসিআই

এদিকে রবি শাস্ত্রী কোচ থাকাকালীন ভারত 43 টি টেস্ট ম্যাচ খেলেছে ৷ জিতেছে 25 টিতে ৷ হেরেছে 13 টিতে ৷ ইংল্যান্ডে ভাল ফল করেছে ভারতীয় দল ৷ পাঁচ ম্যাচের সিরিজে 2-1 এ এগিয়ে ভারত ৷ পঞ্চম টেস্ট পরের বছর খেলা হবে ৷

শাস্ত্রী-যুগে ভারত 76টি একদিনের ম্যাচ খেলেছে ৷ জিতেছে 51টিতে ৷ এই সময়ের মধ্যে 65টি টি-20 ম্যাচ খেলে ভারত 43টি জিতেছে ৷ শাস্ত্রীর সময়ে বিভিন্ন দ্বিপাক্ষিক সিরিজে ভারত ভাল ফল করলেও, আইসিসি ইভেন্টগুলিতে একেবারেই ভাল ফল করতে পারেনি বিরাট-বাহিনী ৷

আরও পড়ুন :Akshay Karnewar : 4 ওভারই মেডেন নিয়ে টি-20 ক্রিকেটে বিশ্বরেকর্ড ভারতীয় বোলারের

ABOUT THE AUTHOR

...view details