মুম্বই, 13 অক্টোবর : চলতি আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অল-রাউন্ড পারাফরম্যান্সের পুরস্কার পেলেন শার্দূল ঠাকুর ৷ আসন্ন টি-20 বিশ্বকাপের দলে স্টান্ডবাই থেকে প্রথম 15 জনের দলে ঢুকে পড়লেন টিম ইন্ডিয়ার 29 বছরের এই অল-রাউন্ডার ৷ আর 15 জনের দল থেকে স্ট্যান্ড-বাই হিসেবে রাখা হল বাঁ-হাতি স্পিনিং অল-রাউন্ডার অক্ষর প্যাটেলকে ৷ চলতি মাসের 17 তারিখ থেকে শুরু হচ্ছে সপ্তম টি-20 বিশ্বকাপ ৷
তবে আশঙ্কা থাকলেও অল-রাউন্ডার হার্দিক পান্ডিয়াকে নিয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি সিনিয়র নির্বাচক কমিটি ৷ আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের এই অল-রাউন্ডারকে প্রথম 15 জনের দলেই রাখা হয়েছে ৷ মরু শহরের আইপিএলে মুম্বইয়ের জার্সিতে বোলিং করতে দেখা যায়নি হার্দিককে ৷ ফলে বিশ্বকাপেও তাঁর বোলিং করা নিয়ে সংশয় রয়েছে ৷ টিম ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে হার্দিককে 15 জনের দলে রেখেই বুধবার পরিবর্তিত দল ঘোষণা করে চেতন শর্মার নেতৃত্বধীন নির্বাচক কমিট ৷ শার্দূল ও অক্ষর ছাড়া 15 জনের দলে কোনও পরিবর্তন হয়নি ৷
এদিন প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বকাপের দলের পরিবর্তনের কথা জানায় বিসিসিআই ৷ শার্দূলকে 15 জনের দলে অন্তভুর্ক্ত করার পাশাপাশি নেট বোলার হিসেবে আইপিএলে পারফর্ম করা কয়েকজন ক্রিকেটারকে আমিরশাহীতেই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড ৷ যাঁদের মধ্য়ে রয়েছেন কেকেআর-এর ব্যাটিং অল-রাউন্ডার বেঙ্কটেশ আইয়ার ৷ এছাড়াও নেট বোলার হিসেবে রেখে দেওয়া হয় আবেশ খান, উমরান মালিক, হর্ষল প্যাটেল, লুকমান মেরিওয়ালা, করণ শর্মা, শাহবাজ আহমেদ ও কে গৌতম ৷