পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

India vs England : দ্বিতীয় ইনিংসেও দুরন্ত শার্দুল, চারশোর গণ্ডি টপকাল ভারত - শার্দুল ঠাকুর

প্রথম ইনিংসে তাঁর ব্য়াটেই অক্সিজেন পেয়েছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসেও শার্দুল ঠাকুরের চওড়া ব্যাটে তিনশোর রানের লিড টিম ইন্ডিয়া ৷ দু' ইনিংসেই হাফ-সেঞ্চুরি এল শার্দুলের ব্য়াট থেকে ৷

shardul thakur
shardul thakur

By

Published : Sep 5, 2021, 8:30 PM IST

লন্ডন, 5 সেপ্টেম্বর : কেনিংটন ওভালে চতুর্থ টেস্টের প্রথম ইনিংসে দুরন্ত হাফ-সেঞ্চুরি করে ভারতীয় ইনিংসে দুশো রানের দোরগোড়ার পৌঁছে দিয়েছিলেন শার্দুল ঠাকুর ৷ মাত্র 31 রানে ফিফটি করে পিছনে ফেলেছিলেন বীরন্দ্রে সেহওয়াগকে ৷ দ্বিতীয় ইনিংসেও তাঁর দুরন্ত হাফ-সেঞ্চুরিতে ইংল্য়ান্ডকে বড় রানের টার্গেট দিতে চলেছে টিম কোহলি ৷

সপ্তম উইকেটে শার্দুল ও ঋষভ পন্থের লাড়াকু ইনিংসে দ্বিতীয় ইনিংসে বড় রান তুলেছে ভারত ৷ ইতিমধ্যেই চারশো রানের গণ্ডি টপকে গিয়েছে টিম ইন্ডিয়া ৷ সপ্তম উইকেটে দুজনে সেঞ্চুরি পার্টনারশিপ গড়েন ৷ তবে ব্য়ক্তিগত 60 রানে থামেন শার্দুল ৷ 412 রানে সাত উইকেট হারায় ভারত ৷ ইতিমধ্য়েই তিনশোর বেশি রানে এগিয়ে গিয়েছে কোহলি অ্য়ান্ড কোং ৷ 72 বলে শার্দুলের 60 রানে ইনিংস সাজানো সাতটি বাউন্ডারি ও একটি ছক্কায় ৷ তাঁকে আউট করেন ইংল্য়ান্ড অধিনায়ক জোর রুট ৷

আরও পড়ুন :Virat Kohli: বড় রান না পেলেও সচিন-দ্রাবিড়ের সঙ্গে একই আসনে বিরাট

তবে শার্দুল ফিরে যাওয়ার পরই প্য়াভিলিয়নের পথ ধরেন পন্থও ৷ ব্য়ক্তিগত 50 রানে পন্থকে আউট করেন মইন আলি ৷ তবে পন্থের থেকে বেশি আক্রমণাত্মক ছিলেন শার্দুল ৷ পন্থ হাফ-সেঞ্চুরি করেন 106 বলে ৷ এর আগে এদিন 44 রান করেন ক্য়াপ্টেন বিরাট কোহলি ৷ অল্পের জন্য় হাফ-সেঞ্চুরি মিস হলেও ইংল্য়ান্ডের মাটিতে টেস্টে হাজার রান পূর্ণ করেন ভারত অধিনায়ক ৷ সেই সঙ্গে তৃতীয় ব্য়াটসম্য়ান হিসেবে অস্ট্রেলিয়া ও ইংল্য়ান্ডের মাটিতে হাজারের বেশি টেস্ট রান করার নজির গড়েন কোহলি ৷ এর আগে এই নজির রয়েছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের ৷

ABOUT THE AUTHOR

...view details