মুম্বই, 29 নভেম্বর : আবারও বিয়ের সানাই ভারতীয় ক্রিকেটে ৷ সোমবার মুম্বইয়ে দীর্ঘদিনের বান্ধবী মিত্তালি পারুলকরের সঙ্গে বাগদান পর্ব সেরে নিলেন অলরাউন্ডার শার্দূল ঠাকুর (Shardul Thakur got engaged to girlfriend Mittali Parulkar) ৷ বান্দ্রায় এদিন শার্দূলের বাগদান অনুষ্ঠানে হাজির ছিলেন সতীর্থ রোহিত শর্মা (Rohit Sharma), ধবল কুলকার্নি , অভিষেক নায়াররা ৷
পরিবারের সদস্য, কাছের বন্ধুবান্ধবদের নিয়ে আমন্ত্রিতদের সংখ্যা বেশি না হলেও বান্দ্রা-কুরলা কমপ্লেক্সে (BKC) মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (MCA) ব্যবস্থাপনায় সোমবার জাঁকজমকভাবেই সম্পন্ন হল শার্দূলের বাগদান-পর্ব ৷ মুম্বইয়ের থানে শহরের একটি বেকারির মালকিন শার্দূলের বাগদত্তা মিত্তালি ৷ আগামী বছর টি-20 বিশ্বকাপের পরেই দু'জনে সাত পাকে বাঁধা পড়বেন বলে মনে করা হচ্ছে ৷