পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Shane Warne Birthday: সোশাল মিডিয়ার এখনও সক্রিয় ওয়ার্ন, জন্মদিনে বার্তাও দিলেন অনুরাগীদের - শেন ওয়ার্ন

থাইল্যান্ডের দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবরে ধাতস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল ক্রিকেটবিশ্বের ৷ কিন্তু কালের নিয়ম এমনই ৷ থমকে থাকে না কোনওকিছুই ৷ 'স্পিনের জাদুকর' শেন কিথ ওয়ার্নের (Shane Keith Warne) চলে যাওয়ার খবরেও থমকে থাকেনি ক্রিকেট ৷

Etv Bharat
সোশাল মিডিয়ার এখনও সক্রিয় ওয়ার্ন, জন্মদিনে বার্তাও দিলেন অনুরাগীদের

By

Published : Sep 13, 2022, 5:07 PM IST

মেলবোর্ন, 13 সেপ্টেম্বর: মাস ছ'য়েক অতিক্রান্ত ৷ থাইল্যান্ডের নির্জন দ্বীপে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবরে ধাতস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল ক্রিকেটবিশ্বের ৷ কিন্তু কালের নিয়ম এমনই ৷ থমকে থাকে না কোনওকিছুই ৷ 'স্পিনের জাদুকর' শেন কিথ ওয়ার্নের (Shane Keith Warne) চলে যাওয়ার খবরেও থমকে থাকেনি ক্রিকেট ৷ তবে বর্ণময় কেরিয়ারে ওয়ার্নির অর্জিত যা কিছু রয়েছে, তার উত্তরাধিকার ছত্রে ছত্রে রয়ে গিয়েছে বাইশ গজে ৷ যদ্দিন এই গ্রহে ক্রিকেট থাকবে, ওয়ার্নির লেগ্যাসি বেঁচে থাকবে ততদিন ৷

মৃত্যুর পর প্রথম জন্মদিনে প্রয়াত কিংবদন্তির সোশাল মিডিয়া পেজ এমনই বার্তা দিল আপামর অনুরাগীদের ৷ বেঁচে থাকলে আজ 53 পূর্ণ করে 54-তে পা দিতেন 708 আন্তর্জাতিক টেস্ট উইকেটের মালিক (53rd Birthday of Shane Warne) ৷ তবে মৃত্যুর ছ'মাস পরেও সক্রিয় শেনের সোশাল মিডিয়া পেজগুলি ৷ সেই পেজ থেকেই মঙ্গলবার প্রয়াত কিংবদন্তির জনপ্রিয় হ্যাট'স অফ কায়দায় ছবিটি পোস্ট করা হয় ৷ ক্যাপশন হিসেবে লেখা হয়, "জীবনে কোনটা গুরুত্বপূর্ণ, তা নির্বাচন করার দৃষ্টিভঙ্গি বাতলে দেয় এই উত্তরাধিকার ৷ কারও জীবনের সমৃদ্ধি সম্পর্কে ধারণা দেয় এই উত্তরাধিকার ৷ মানুষ এবং বিভিন্ন স্থানে তার কী প্রভাব এবং জীবনে সে কী কী সম্পন্ন করেছে, সে ধারণাও বলে দেওয়া রয়েছে এই উত্তরাধিকারে ৷ তাই শেন ওয়ার্নের উত্তরাধিকার চলতেই থাকবে ৷ শুভ জন্মদিন ওয়ার্ন, তুমি আমাদের হৃদয়ে রয়েছ ৷"

আরও পড়ুন: প্রিয় এড শেরানের গান, কামিন্সের কবিতায় মেলবোর্নে ওয়ার্নির শেষ বিদায়

জন্মদিনে ওয়ার্নির সোশাল মিডিয়া পোস্ট ঘিরে স্বভাবতই আগ্রহ তৈরি হয়েছে নেটাগরিকদের মধ্যে ৷ কিংবদন্তিকে জন্মদিনের বার্তার সঙ্গে শ্রদ্ধা জানাতে থাকেন তারা ৷ ক্রিকেট অনুরাগীদের কাঁদিয়ে গত 4 মার্চ থাইল্যান্ড ভ্যাকেশনের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন অজি কিংবদন্তি (Shane Warne died on 4 March in Thailand) ৷ 708 টেস্ট উইকেটের পাশে সর্বকালের সেরা লেগস্পিনারের ঝুলিতে রয়েছে 293 ওয়ান-ডে উইকেটও ৷

ABOUT THE AUTHOR

...view details