লিডস, 25 জুন :চার মাস আগে ক্রিকেটবিশ্বকে কাঁদিয়ে বিদায় নিয়েছেন শেন কিথ ওয়ার্ন ৷ বাইশ গজের জাদুকরকে হারানোর শোক এখনও কাটিয়ে উঠতে পারেনি ক্রিকেটপ্রেমীরা ৷ তারমধ্যেই ফের একবার ওয়ার্নির স্মৃতি টাটকা হয়ে উঠল ভক্তদের মনে ৷ সৌজন্যে একটি বিজ্ঞাপন ৷ শুধু তাই নয়, তাতে ক্ষিপ্তও হয়ে উঠছেন ওয়ার্নের অনুরাগীরা (Shane Warne Advertisement) ৷
ঘটনার সূত্রপাত ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজে (England vs New Zealand Test) ৷ তিন ম্যাচের টেস্ট সিরিজের ম্যাচ চলাকালীন বারবার ভেসে উঠছিল অজি কিংবদন্তির মুখ ৷ একটি বিজ্ঞাপনে বারবার দেখা যাচ্ছিল ওয়ার্নকে ৷ চুল প্রতিস্থাপন সংস্থার হয়ে ‘প্রয়াত’ ওয়ার্নিকে কথা বলতে দেখে রাগে দিশেহারা হয়ে যান তাঁর ভক্তরা । বিজ্ঞাপনটিকে ‘অপমানজনক’ বলেও মনে করেন অনেকে ৷ তারপরেই তড়িঘড়ি বিজ্ঞাপনটি সরিয়ে নেয় সম্প্রচারকারী সংস্থা ৷
প্রসঙ্গত, ইংল্যান্ড-নিউজিল্যান্ড টেস্টের সম্প্রচারকারী চ্যানেল প্রথম টেস্টে ওয়ার্নকে সম্মান জানিয়েছিল । হেডিংলে টেস্টে কিংবদন্তি স্পিনারকে অপমান করার অভিযোগে এখন তারাই ক্ষোভের মুখে ।