পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

T20 World Cup: টি-20 বিশ্বকাপে নেই দীপক চাহার, ভারতীয় দলে শামি-সিরাজ-শার্দূল! - Deepak Chahar

পিঠের চোটের কারণে টি-20 বিশ্বকাপের (T20 World Cup) অতিরিক্ত প্লেয়ারদের স্কোয়াড থেকে ছিটকে গেলেন দীপক চাহার ৷ বিসিসিআই সূত্রে খবর, মহম্মদ শামি, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যোগ দেবেন ৷

Shami Siraj Shardul Set to Join India Squad in Austrail in T20 World Cup
Shami Siraj Shardul Set to Join India Squad in Austrail in T20 World Cup

By

Published : Oct 12, 2022, 6:04 PM IST

মুম্বই, 12 অক্টোবর: অস্ট্রেলিয়ায় ভারতীয় দলের সঙ্গে খুব শীঘ্রই যোগ দেবেন পেসার মহম্মদ শামি, মহম্মদ সিরাজ এবং শার্দূল ঠাকুর ৷ সংবাদ সংস্থা পিটিআই-কে এমনটাই জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষকর্তা ৷ জানা গিয়েছে, জসপ্রীত বুমরার পর, এ বার বিশ্বকাপের স্কোয়াডে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় থাকা দীপক চাহার ছিটকে গিয়েছেন বিশ্বকাপ থেকে (Deepak Chahar Out of T20 World Cup) ৷ পিঠের চোটের কারণে তিনি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে 3 ম্যাচের ওডিআই সিরিজেও খেলেননি ৷

প্রাথমিক দল ঘোষণার সময়ই মহম্মদ শামি (Mohammed Shami) অতিরিক্ত ক্রিকেটারের স্কোয়াডে ছিলেন ৷ সেখানে তাঁকে জসপ্রীত বুমরার জায়গায় হয়তো মূল দলে সামিল করা হবে এমন একটা ইঙ্গিত রয়েছে ৷ সেখানে অতিরিক্ত ক্রিকেটারের তালিকায় সিরাজ এবং শার্দূলকে রাখা হতে পারে ৷ কিন্তু, ওই সূত্রের মতে, এখনই কিছু নিশ্চিত করে বলা সম্ভব নয় ৷ কারণ, মহম্মদ শামি কোভিড থেকে সুস্থ হয়ে উঠলেও, কতটা ম্যাচ ফিট তা নিয়ে সংশয় রয়েছে ৷ সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ছিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj) ৷ ফলে টি-20 বিশ্বকাপে ভারতের 15 জনের দলে কে সুযোগ পাবেন, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে ৷

আরও পড়ুন:হুমা-সোনাক্ষীর হাত ধরে বলিপিচে ডেবিউ শিখর ধাওয়ানের

তবে, শার্দূল ঠাকুর অতিরিক্ত ক্রিকেটারের তালিকাতেই থাকবেন বলে বিসিসিআই এর ওই কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছেন ৷ তিনি সম্ভবত, হার্দিক পান্ডিয়ার বিকল্প হিসাবে ভারতীয় দলের সঙ্গে যোগ দিচ্ছেন ৷ অন্যদিকে, শ্রেয়স আইয়ার এবং রবি বিষ্ণোই ভারতীয় স্কোয়াডে যোগ দেবেন পূর্ব ঘোষণা মতো ৷ রবি বিষ্ণোই যুজবেন্দ্র চহালের পরিবর্ত হিসাবে ভারতীয় দলের সঙ্গে থাকবেন ৷

ABOUT THE AUTHOR

...view details