ব্রিসবেন, 17 অক্টোবর: স্নায়ুযুদ্ধের প্রতীক্ষায় দু'দেশের সমর্থকেরা যখন উত্তাপে গা সেঁকছেন, তখন সম্পূর্ণ ভিন্ন ছবি প্র্যাকটিস সেশনে ৷ 23 অক্টোবর কুড়ি-বিশের বিশ্বকাপে (T20 World Cup) ভারত-পাক মহারণ ৷ তার আগে নিবিড় অনুশীলনে মগ্ন দু'দলই ৷ সেই অনুশীলনেই বৈরিতা ভেঙে খান-খান ৷ পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে শেয়ার করা সেই অনুশীলনের ভিডিয়ো দেখে মন গলতে বাধ্য দু'দেশের ক্রিকেট অনুরাগীদের ৷ যেখানে একই নেটে প্রস্তুতি সারলেন শাহিন শাহ আফ্রিদি (Shaheen Afridi) এবং মহম্মদ শামি (Mohammed Shami) ৷ অন্যদিকে পাক অধিনায়ক বাবর আজমকে গুরুত্বপূর্ণ ব্যাটিং টিপস দিলেন সুনীল গাভাস্কর (Sunil Gavaskar gives batting tips to Babar Azam) ৷
পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, মহারণের আগে পাক বোলারদের সঙ্গে অনুশীলনের জন্য একই নেট ব্যবহার করছেন ভারতের স্পিডস্টার মহম্মদ শামি ৷ চমকের এখানেই শেষ নয় ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে, শামির বোলিং অ্যাকশনের প্রশংসায় পঞ্চমুখ শাহিন আফ্রিদি (Shaheen Afridi praises Mohammed Shami) ৷