মাসকাট, 21 অক্টোবর : শাকিব আল হাসানের হাত ধরে সহজে টি-20 বিশ্বকাপের মূলপর্বে পৌঁছে গেল বাংলাদেশ ৷ একই সঙ্গে টি-20 বিশ্বকাপে সর্বাধিক উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন বাংলাদেশি অল-রাউন্ডার ৷ বৃহস্পতিবার শাকিবের অল-রাউন্ডার পারফরম্যান্সে কোয়ালিফায়ারের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে 84 রানে হারিয়ে বিশ্বকাপের সুপার 12 পৌঁছে গেল বাংলাদেশ ৷
ওমানের বিরুদ্ধে জয়ের পর সংবাদিক বৈঠকে শাকিব বলেছিলেন, টি-20 খেলাটা শুধু তরুণদের নয়। আগে সবাই মনে করত, তরুণ ক্রিকেটাররাই টি-20 ফরম্যাটে ভাল খেলতে পারবে। কিন্তু এখনও মনে হচ্ছে অভিজ্ঞ ক্রিকেটাররাই বেশি ভাল পারফর্ম করছে ৷" স্কটল্যান্ডের বিরুদ্ধে হারালেও ওমান ও পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে বড় ব্যবধানে জিতে টি-20 বিশ্বকাপের সুপার 12-তে পৌঁছয় বাংলাদেশ ৷
এদিন ব্যাট-বলে দারুণ পারফরম্যান্স শাকিবের ৷ এদিন 4 উইকেট নিয়ে শাকিব টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি উইকেট নেওয়ার ক্ষেত্রে যুগ্মভাবে এক নম্বরের উঠলেন বাংলাদেশি বাঁ-হাতি স্পিনার ৷ উমর গুল, অজান্তা মেন্ডিস, সৈয়দ আজমল ও লসিথ মালিঙ্গাকে পিছনে ফেলে শাহিদ আফ্রিদির নজির ছুঁলেন শাকিব ৷