পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Indian players covid positive : করোনার কবলে ভারতীয় দল ! ধাওয়ান, শ্রেয়স-সহ আক্রান্ত 8 - India vs west Indies

ওয়ান ডে সিরিজ খেলতে আজই আমেদাবাদে পৌঁছয় ভারতীয় দল ৷ সেখানে রুটিনমাফিক সকলেরই করোনা পরীক্ষা হয় ৷ তাতেই ধাওয়ান, শ্রেয়স-সহ মোট আটজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে (Indian players covid positive) ৷

Indian palyers covid positive
Indian palyers covid positive

By

Published : Feb 2, 2022, 10:51 PM IST

মুম্বই, 2 ফেব্রুয়ারি : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ ঘিরে অনিশ্চয়তার ছায়া (Ind vs WI odi series ) ৷ সিরিজ শুরুর তিনদিন আগে করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ৷ আক্রান্তের তালিকায় রয়েছেন পাঁচজন সাপোর্ট স্টাফও ৷ ক্রিকেটারদের মধ্যে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন৷

আমেদাবাদে 6, 9 ও 11 ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে দুটি দলের ৷ এরপর কলকাতায় রয়েছে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ আসন্ন টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে ঘরের মাঠে সীমিত ওভারে ক্যারিবিয়ান চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছিল দল ৷ পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলিকে খেলতে দেখার অপেক্ষায় রয়েছে আপামর ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু সব উত্তেজনায় জল ঢেলে 8 ভারতীয় ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে ৷

আরও পড়ুন : IPL Auction 2022 : মেগা নিলামে হাতুড়ির তলায় 590 জন, নজরে শ্রেয়াস-কামিন্সরা

ওয়ান ডে সিরিজ খেলতে আজই আমেদাবাদে পৌঁছয় ভারতীয় দল ৷ সেখানে রুটিনমাফিক সকলেরই করোনা পরীক্ষা হয় ৷ তাতেই ধাওয়ান, শ্রেয়স-সহ মোট আটজনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে ৷ এই পরিস্থিতিতে আক্রান্ত ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের কোয়ারান্টিনে থাকতে হবে ৷ পাশাপাশি তাঁদের সংস্পর্শে থাকা ক্রিকেটারদেরও কোয়ারান্টিনে পাঠানো হতে পারে ৷ ভারতে আসার পর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের মধ্যে কারও করোনা ধরা পড়লে গোটা সিরিজটাই অনিশ্চয়তায় ঘিরে থাকবে ৷ তবে আপাতত সিরিজ নিয়ে ইতিবাচক মনোভাব রাখছে বোর্ড আধিকারিকরা ৷ বিসিসিআই পরিস্থিতির উপর নজর রাখছে ৷ খুব শীঘ্রই পরিবর্ত ক্রিকেটারদের নাম ঘোষিত হবে ৷

ABOUT THE AUTHOR

...view details