মুম্বই, 2 ফেব্রুয়ারি : ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজ ঘিরে অনিশ্চয়তার ছায়া (Ind vs WI odi series ) ৷ সিরিজ শুরুর তিনদিন আগে করোনা আক্রান্ত হলেন ভারতীয় দলের একাধিক ক্রিকেটার ৷ আক্রান্তের তালিকায় রয়েছেন পাঁচজন সাপোর্ট স্টাফও ৷ ক্রিকেটারদের মধ্যে শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার এবং রুতুরাজ গায়কোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন৷
আমেদাবাদে 6, 9 ও 11 ফেব্রুয়ারি তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলার কথা রয়েছে দুটি দলের ৷ এরপর কলকাতায় রয়েছে তিন ম্যাচের টি-20 সিরিজ ৷ আসন্ন টি-20 বিশ্বকাপকে মাথায় রেখে ঘরের মাঠে সীমিত ওভারে ক্যারিবিয়ান চ্যালেঞ্জের জন্য প্রস্তুত হচ্ছিল দল ৷ পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলিকে খেলতে দেখার অপেক্ষায় রয়েছে আপামর ক্রিকেটপ্রেমীরা ৷ কিন্তু সব উত্তেজনায় জল ঢেলে 8 ভারতীয় ক্রিকেটারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে ৷