কলকাতা, 24 এপ্রিল: জন্মদিনে সচিন তেন্ডুলকরকে বিশেষ সম্মান সিডনি ক্রিকেট গ্রাউন্ডের ৷ তবে, শুধু সচিন নন, কিংবদন্তি ব্রায়ার্ন লারাকেও একই পংক্তিতে সম্মানিত করল অস্ট্রেলিয়ার অভিজাত স্টেডিয়াম কর্তৃপক্ষ ৷ ড্রেসিংরুম থেকে সিডনির মাঠে প্রবেশের একটি গেট ক্রিকেটের দুই ক্ষণজন্মার নামে নামকরণ করল এসসিজি কর্তৃপক্ষ ৷ সেই সঙ্গে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান, অ্যালান ডেভিডসন এবং আর্থার মরিসের সঙ্গে একসারিতে চলে এলেন দু'জনে ৷ তেন্ডুলকরের 50 বছরের জন্মদিনের সঙ্গেই এদিন সিডনি ক্রিকেট গ্রাউন্ডে লারার 277 রানের ইনিংসের 30 বছর পূর্তি ৷ স্বাভাবিকভাবেই এর চেয়ে শুভদিন আর কীই বা হতে পারে ৷
মূলত যে গেট দিয়ে সফরকারী দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করেন, সেটির নাম ‘ব্রায়ার্ন লারা-সচিন তেন্ডুলকর’ গেট করা হয়েছে ৷ এসসিজি কর্তৃপক্ষ জানিয়েছে, সফরকারী দলের ক্রিকেটাররা মাঠে প্রবেশ করবেন লারা-তেন্ডুলকর গেট দিয়ে ৷ এই গেটটি এসসিজি-র সদস্যদের প্যাভিলিয়ন এবং নোবেল ব্র্যাডম্যান মেসেঞ্জার স্ট্যান্ডের মাঝে অ্যাওয়ে টিমের ড্রেসিংরুমের মাঝখানে অবস্থিত ৷ উল্লেখ্য, হোম টিম হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেট দলের প্লেয়াররা এসসিজি-র সদস্য ও লেডিস প্যাভিলিয়নের মাঝের ডন ব্র্যাডম্যান গেট দিয়ে মাঠে প্রবেশ করেন ৷