কলকাতা, 17 ফেব্রুয়ারি: নীরজ ওদেদ্রা, সৌরাষ্ট্রের কোচ । ইডেন ছাড়ার আগে বলছেন, ফাইনালের নির্ণায়ক পরিস্থিতি এখনও তৈরি হয়নি । এখনও খেলার অনেক কিছু বাকি রয়েছে । সকালের প্রথম ঘণ্টায় বোলারদের জন্য সুযোগ থাকলেও দিনের বাকিটা ব্যাটারদের পক্ষে । তাই যত বেশি সম্ভব ব্যাট করতে চাইছেন তিনি । সৌরাষ্ট্র অধিনায়ক জয়দেব উনাদকাট ইডেন ছাড়লেন হাসিমুখে । বহু অনুরোধেও বলতে চাইলেন না । “যা বলার ম্যাচের শেষে বলব, ”ইঙ্গিতবাহী হাসি উনাদকাটের মুখে (Saurashtra in drivers seat against Bengal)।"
ইতিমধ্যেই 143 রানে এগিয়ে সৌরাষ্ট্র । যেভাবে ক্রিজ কামড়ে পড়ে থাকা দুই ব্যাটার ব্যাট করছেন, তাতে বাংলার জন্য আরও বেশি খাটনি অপেক্ষা করছে বলেই মনে করছেন ইডেনে রঞ্জি ফাইনাল দেখতে আসা প্রাক্তনরা । আগ্রাসী বোলিংয়ের বদলে দিশাহারা বোলিং। সারাদিনে উইকেট পড়ল মাত্র 3টি । লোপ্পা ক্যাচ ফেললেন শাহবাজ আহমেদ । ট্রফি থেকে ক্রমশ দূরে সরছে বাংলা । 1989 সালে রঞ্জিজয়ী সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, "প্রথম দিনেই ম্যাচটা দূরে সরে গিয়েছে । এখন ফিরে আসতে হলে আরও বেশি সংযমী পারফরম্যান্স প্রয়োজন ।"