কলকাতা, 19 ফেব্রুয়ারি: সাড়ে তিনদিনেই প্রতিপক্ষকে গুঁড়িয়ে রঞ্জি ট্রফি ফের ঘরে তুলল সৌরাষ্ট্র । শেষ তিন বছরে এই নিয়ে দ্বিতীয়বার ভারতসেরা হল সৌরাষ্ট্র ৷ আর দু'টি ক্ষেত্রেই প্রতিপক্ষ সেই বাংলা । ঘরে এবং বাইরের মাঠে দু'বারই বাংলাকে হারিয়ে এই ট্রফি জেতার তৃপ্তি সৌরাষ্ট্রের অধিনায়ক জয়দেব উনাদকাটের গলায় (saurashtra wins Ranji Trophy)। ফাইনালে দু'টি ইনিংস মিলিয়ে নয় উইকেট নিয়েছেন তিনি, যা এক কথায় 'ক্যাপ্টেন'স নক' (Ranji Trophy)।
সৌরাষ্ট্রের ফের রঞ্জি জয়ে শুভেচ্ছা এসেছে চেতেশ্বর পূজারার তরফ থেকেও । দিল্লিতে শততম টেস্ট খেলার ফাঁকে রাজ্য দলের সাফল্য নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন পূজারা। দলের হেভিওয়েট তারকার জন্য রঞ্জি জেতার কথা ফাইনালের আগের দিনই বলেছিলেন সৌরাষ্ট্র অধিনায়ক উনাদকাট (Jaydev Unadkat)। ট্রফি তোলার পর প্রথমেই পূজারাকে রঞ্জি জয় উৎসর্গ করার কথা জানান তিনি। বলেন, "সমস্ত কৃতিত্ব দলের প্রতিটি সদস্যের। ফাইনালে যেভাবে তাঁরা দাপট দেখিয়েছেন তা প্রশংসার। পুরো বিষয়টা মোটেই সহজ ছিল না। সবসময় প্রত্যেকের ওপর চাপ ছিল ৷"
প্রায় একইসঙ্গে বাঁ-হাতি পেসার যোগ করেন, "এই জয় সৌরাষ্ট্রের প্রিয় ক্রিকেটার চিন্টু (চেতেশ্বর) পূজারার প্রতি আমাদের লড়াকু শ্রদ্ধার্ঘ্য। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শততম টেস্ট খেললেও সবসময় ও আমাদের সমর্থন করে গিয়েছেন।" ইডেনে বাংলাকে বিপর্যস্ত করে রঞ্জি ট্রফি জয়ের পর দুই দলের ফারাক বোঝাতে সৌরাষ্ট্র অধিনায়ক বলছেন, "আজ সকাল পর্যন্ত দু'দলের লড়াইটা যথেষ্ট হয়েছে । আমরা বেশকিছু বিভাগে বাংলাকে পিছনে ফেলেছি । প্রথম থেকে বোলাররা নির্দিষ্ট জায়গায় বল করে গিয়েছে। ব্যাটাররা ভালো ব্যাট করেছেন। প্রতিপক্ষকে একাধিক জায়গায় পিছনে ফেলেই আমরা চ্যাম্পিয়ন হয়েছি ।"
আরও পড়ুন:সচিনকে টপকে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম 25 হাজার রান বিরাটের
গত তিনবছরে দু'টো রঞ্জি ট্রফি জয় ছাড়াও বিজয় হাজারে ট্রফি জিতেছে সৌরাষ্ট্র । দলের এই সাফল্য জয়দেব উনাদকাটদের ঘরোয়া ক্রিকেটে দাপটের স্বপক্ষে প্রমাণ। সৌরাষ্ট্র অধিনায়ক বলেন, "অনেকেই বলছেন আমরা পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছি। বিষয়টি একেবারেই তা নয়। প্রতিটি জয় আমাদের দাপট প্রমাণ করেছে। এটা প্রত্যেককে দেখাতে চেয়েছিলাম এই দশকটা সৌরাষ্ট্রের। আমরা একটা লক্ষ্য স্থির করতে চেয়েছিলাম। আমি গর্বিত সেই লক্ষ্য আমরা পূরণ করতে পেরেছি।" ইডেনে বাংলাকে হারিয়ে রঞ্জি ট্রফি জয় এককথায় সিংহের গুহায় ঢুকে শিকারের সামিল।