কলকাতা, 19 ফেব্রুয়ারি: হল না শেষ রক্ষা ৷ বাংলা ইনিংস হার এড়ালেও রঞ্জিতে চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র ৷ রবিবার সৌরাষ্ট্রের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারলেন না মনোজ তিওয়ারিরা। ঘরের মাঠে রঞ্জি ট্রফির ফাইনালে 9 উইকেটে হেরে গেল বাংলা (Saurashtra Beats Bengal to Wins Ranji Trophy) ৷ রবিবার দেড় ঘণ্টায় গুটিয়ে গেল বাংলার ইনিংস। এই নিয়ে ফাইনালে দু'বার বাংলার মুখোমুখি হয়ে দু'বারই হারাল সৌরাষ্ট্র।
ফাইনালে নামার পর থেকে কঠিন লড়াই চালিয়ে যাচ্ছিল বাংলা ৷ তবে তাতেও শেষরক্ষা হল না ৷ অর্থাৎ 2022-23'র রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন হওয়ার শেষ হাসি হাসল সৌরাষ্ট্র ৷ এই লড়াইটা বেশি কঠিন হল আজ 58.2 ওভারে আজ শাহবাজ আহমেদের রান-আউট হয়ে মাঠ ছাড়ার কারণে। উনাদকাটের বলে লেগ সাইডে শট নেন মনোজ। অতি সহজেই 2 রান সংগ্রহ করেন দুই ব্যাটসম্যান। পরে তিন রান নেওয়ার জন্য কল করেন মনোজ। শাহবাজের নজর ছিল বলের দিকে। তিনি ক্যাপ্টেনের ডাকে সাড়া দিয়ে দৌড় শুরু করেন।
মনোজ পরিস্থিতি প্রতিকূল দেখে ইউটার্ন নিয়ে ক্রিজে ফিরে যান। তবে শাহবাজ লক্ষ্য করেননি মনোজকে। দুই ব্যাটসম্যান একই প্রান্তে পৌঁছে যান। ফিল্ডার বাসবদা বল ছুঁড়ে দেন বোলার উনাদকাটের হাতে। তিনি স্টাম্প ভেঙে দিয়ে রান-আউট করেন শাহবাজকে। তার আউটের সঙ্গেই বাংলার পরাজয় কার্যত নিশ্চিত হয়ে যায়। অভিষেক পোড়েল ব্যক্তিগত তিন রানে ফিরে যান। আকাশদীপ ফেরেন এক রানে। ঈশান পোড়েলের মারকুটে ব্যাটিংয়ের সৌজন্যে ইনিংস পরাজয় হয়তো বাঁচলেও। কিন্তু 9 উইকেটে রঞ্জির ফাইনালে হেরে গেল বাংলা। রবিবার সকালে বাংলার ইনিংস শেষ হয় 241 রানে। প্রয়োজনীয় 12 রান এক উইকেট হারিয়ে তুলে নেয় সৌরাষ্ট্র। রবিবার দেড় ঘণ্টায় গুটিয়ে গেল বাংলার ইনিংস। এই নিয়ে ফাইনালে দু'বার বাংলার মুখোমুখি হয়ে দু'বারই হারাল সৌরাষ্ট্র।
আরও পড়ুন:ভারতের স্পিনের জালে 113 রানে শেষ অস্ট্রেলিয়া, 7 উইকেট জাদেজার
সৌরাষ্ট্র কোচ বলেছিলেন চতুর্থ দিনের প্রথম ঘণ্টা গুরুত্বপূর্ণ, তাই হল। মনোজ তিওয়ারি এবং শাহবাজের উইকেট দ্রুত তুললেই ম্যাচ চলে আসবে। তার পর্যবেক্ষণ ভুল ছিল না রবিবাসরীয় ইডেনে বাংলার ব্যাটারদের আত্মসমর্পণে ফুটে উঠল। লড়াইয়ের প্রত্যাঘাতে ফিরে আসার স্বপ্ন ইনিংস হারের লজ্জায় পর্যবসিত। জয়দেব উনাদকাট পাঁচ উইকেট নিয়ে নজির গড়লেন। বল হাতে তাঁর পারফরম্যান্স সৌরাষ্ট্রের জয়ে মেরুদণ্ড। জয়দেব উনাদকাট কেন বড় মঞ্চের তারকা সেটা ফের বুঝিয়ে দিলেন। শেষ বোলিং ইনিংসে তিনি 22 ওভার হাত ঘুরিয়ে 85 রান দিয়ে 6টি উইকেট পেয়ে কার্যত ম্যাচের সেরা। তিনি প্রকৃত অধিনায়কের মতো পারফরম্যান্স করেছেন।