পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sarfaraz Khan: কারও সঙ্গে অসম্মানজনক আচরণ করেননি সরফরাজ, দাবি মুম্বই ক্রিকেটের - সরফরাজ খানের ঔদ্ধত্যপূর্ণ আচরণ

সরফরাজ খানকে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রাথমিক দলে না-নেওয়া নিয়ে ভারতীয় ক্রিকেটের অন্দরে গুঞ্জন শুরু হয়েছে ৷ তাঁর ফিটনেস ও আচরণ নিয়ে প্রশ্ন তোলা হয়েছে ৷ কিন্তু, সেই সব অভিযোগ মিথ্যে বলে দাবি করলেন মুম্বই ক্রিকেটের সঙ্গে জড়িত এক সূত্র ৷

Sarfaraz Khan ETV BHARAT
Sarfaraz Khan

By

Published : Jun 26, 2023, 7:57 PM IST

মুম্বই, 26 জুন: সরফরাজ খানকে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতীয় দলে কেন সুযোগ দেওয়া হল না ? এ নিয়ে নানান প্রশ্ন উঠেছে ৷ বিসিসিআই সূত্রে দাবি করা হয়েছে, তাঁর ফিটনেস ও আচরণের সমস্যার কারণে সরফরাজকে বাদ দেওয়া হয়েছে ৷ বিসিসিআই-এর মধ্যে এমনটাই আলোচনা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে জানিয়েছেন, মুম্বই ক্রিকেটের সঙ্গে যুক্ত এক ব্যক্তি ৷ যিনি সরফরাজ খানেরও বেশ ঘনিষ্ঠ ৷ যদিও, পুরো বিষয়টিকে মিথ্যে বলে দাবি করেছেন ওই সূত্র ৷

কিন্তু, সরফরাজের কোন আচরণ নিয়ে প্রশ্ন উঠছে ? বিষয়টি গত মরশুমে মুম্বই বনাম দিল্লি ম্যাচের ৷ যে ম্যাচে মুম্বইয়ের পরিস্থিতি খুবই খারাপ ছিল ৷ সেখান থেকে দিল্লির বিরুদ্ধে সেঞ্চুরি করে দলকে ম্যাচে ফিরিয়ে আনেন সরফরাজ খান ৷ সেঞ্চুরির পর গ্যালারির দিকে আঙুল তুলতে দেখা যায় সরফরাজ খানকে ৷ অভিযোগ সরফরাজের নিশানায় ছিলেন গ্যালারিতে থাকা কোনও একজন জাতীয় নির্বাচক ৷ এমনটাও বলা হয়, সেই ম্যাচে উপস্থিত ছিলেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান চেতন শর্মা ৷

কিন্তু, এই অভিযোগও খারিজ করেছেন মুম্বই ক্রিকেটের সঙ্গে যুক্ত সরফরাজের ঘনিষ্ঠ ওই সূত্র ৷ তিনি বলেন, ‘‘ওই ম্যাচে মাঠে চেতন শর্মা ছিলেন না ৷ সেখানে সলিল আঙ্কোলা খেলা দেখছিলেন ৷ আর সরফরাজ তাঁর দিকেও আঙুল তাক করেননি ৷ তিনি ড্রেসিংরুমে কোচ অমল মজুমদার এবং বাকি সতীর্থদের উদ্দেশ্য করেছিলেন ৷ কারণ কঠিন পরিস্থিতি থেকে দলকে বের করে এনেছিলেন ৷ তাই ড্রেসিংরুমের দিকে আঙুল দেখিয়ে উদযাপন করেছিলেন ৷ চাপের মুহূর্ত কাটিয়ে ওটা স্বস্তির উদযাপন ছিল মাত্র ৷’’

আরও পড়ুন:শৃঙ্খলা বজায় রেখে নিজের সেরাটা দেওয়াই লক্ষ্য যস্বশী জয়সওয়ালের

তবে, এই ঘটনাটি শুধু নয় ৷ মধ্যপ্রদেশের কোচ থাকাকালীন চন্দ্রকান্ত পণ্ডিতও নাকি মুম্বইয়ের এই মিডল-অর্ডার ব্যাটারের আচরণে ক্ষুব্ধ হয়েছিলেন ৷ কিন্তু, সূত্রের দাবি চন্দু পণ্ডিত কোনওদিন সরফরাজের উপর ক্ষুব্ধ ছিলেন না ৷ তিনি বলেন, ‘‘ওর সঙ্গে চন্দু স্যার নিজের ছেলের মতো ব্যবহার করেন ৷ ওর সম্পর্কে সবসময় ভালো কথাই শোনা গিয়েছে চন্দু স্যারের মুখে এবং উনি সরফরাজকে সেই 14 বছর বয়স থেকে চেনেন ৷ উনি কখনই সরফরাজের উপর রেগে থাকতে পারেন না ৷’’

আরও পড়ুন:'বলির পাঁঠা' পূজারা, সরফরাজকে গুরুত্ব না দেওয়ায় নির্বাচকদের মুণ্ডপাত সানির

তবে, ফিটনেস সমস্যার বিষয়টি অবশ্যই বড় বিষয় ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ হিসেবে ৷ কোনও ক্রিকেটারের ফর্ম থাকুক আর না থাকুক ৷ সব ক্রিকেটারকে দু’শো শতাংশ ফিট হতে হবে ভারতীয় দলের নিয়মিত সদস্য হতে গেলে ৷ যেই সংস্কৃতিটা ভারতীয় দলে চালু করেছিলেন কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ তবে, বর্তমান ভারতীয় দলে ফিটনেস বাধ্যতামূলক কিনা, তা নিয়ে সংশয় থেকেই যায় ৷ তবে, সেসব অন্য বিষয় ৷ ভারতীয় দলে ফিটনেসের মাপকাঠি হল 16.5 ৷

আরও পড়ুন:ক্যান্ডি ক্রাশে মগ্ন ধোনিকে ট্রে ভরতি চকলেট অফার করলেন বিমানসেবিকা !

সূত্রের দাবি, সরফরাজ খান নাকি সেই ফিটনেস ক্রাইটেরিয়া পাশ করেছেন ৷ আর ক্রিকেট মাঠের ফিটনেস হিসেবে সরফরাজ ভারতীয় দলে সুযোগ পাওয়ার যোগ্য ৷ কারণ তিনি এক টানা 2 দিন ব্যাটিং করার পর, 2 দিন ফিল্ডিংও করতে পারবেন ৷ কিন্তু, তা সত্ত্বেও যে যুক্তিগুলি সরফরাজকে সুযোগ না দেওয়া নিয়ে বলা হচ্ছে ৷ তা পুরোপুরি মিথ্যে বলে দাবি করেছেন সরফরাজের ঘনিষ্ঠ মুম্বই ক্রিকেটের ওই সূত্র ৷

ABOUT THE AUTHOR

...view details