দুবাই, 26 অগস্ট:অপেক্ষা আর মাত্র 48 ঘণ্টার। তারপরই দুবাইয়ে এশিয়া কাপ টি20-তে মুখোমুখি হতে চলেছে, ভারত এবং পাকিস্তান ৷ আর সেই ম্যাচের আগে ভারতীয় ব্যাটারদের সতর্ক করে দিলেন পাক কোচ সাকলিন মুস্তাক (Saqlain Mushtaq on Ind vs Pak) ৷ শাহিন আফ্রিদি না থাকলেও, তাদের পেস আক্রমণ নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী শুনিয়েছে সাকলিনকে ৷ জানালেন, বাঁ হাতি আফ্রিদি না থাকলেও, পাকিস্তানের বাকি পেস বোলারাই ভারতীয় ব্যাটিংকে সমস্যায় ফেলতে পারবেন ৷
প্রসঙ্গত, গতবছর দুবাইতে টি20 বিশ্বকাপে ভারতকে হারানোর পিছনে বড় ভূমিকা নিয়েছিলেন বাঁ হাতি তরুণ পেসার শাহিন আফ্রিদি ৷ তবে, এশিয়া সেরার লড়াইয়ে পাকিস্তান দলে তিনি নেই ৷ ডান হাঁটুর লিগামেন্টে সমস্যার জন্য তাঁকে 6 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে ৷ তাঁর বদলে দলে জায়গা পেয়েছেন মহম্মদ হাসনাইন ৷ তবে, পাকিস্তানের বাকি পেসার নাশিম শাহ, মহম্মদ হাসনাইন এবং আসাদ রউফের উপর আস্থা রাখছেন সাকলিন মুস্তাক (Pakistan Pace Attack) ৷
সাকলিন বলেন, ‘‘গত কয়েক বছর ধরে পাকিস্তান দলের প্রয়োজন এবং পরিকল্পনা মতো এই তিন পেসার বোলিং করছেন ৷ কোচ হিসেবে আমি, অধিনায়ক এবং বাকি সাপোর্ট স্টাফ তাঁদের উপর সম্পূর্ণ আস্থা রাখছি ৷’’ তবে, ভারত-পাকিস্তান ম্যাচের উত্তেজনা মাঠে ও মাঠের বাইরে থাকলেও, দুই দলের খেলোয়াড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং থাকবে বলে জানান সাকলিন মুস্তাক ৷ আর তখনই বিরাট কোহলি (Virat Kohli) এবং বাবর আজমের (Babar Azam) ভাইরাল হওয়া ছবির প্রসঙ্গ উঠে আসে ৷