কলকাতা, 2 অক্টোবর:রবিচন্দ্রন অশ্বিন, ভারতীয় ক্রিকেটে অনেকেই তাঁকে ডাকেন 'বিজ্ঞানী' হিসাবে ৷ বোলিং নিয়ে তাঁর পরীক্ষা-নিরীক্ষার অন্ত নেই ৷ অথচ শুরুর দিকে বিশ্বকাপের দল থেকেই ব্রাত্য ছিলেন এই অভিজ্ঞ অফস্পিনার ৷ কিন্তু ভাগ্যদেবী অলক্ষ্যে হেসেছেন ৷ চোট পেয়ে অক্ষর প্যাটেল ছিটকে যাওয়াতে সুযোগ এসে গিয়েছে রবির কাছে । তাঁর অন্তর্ভুক্তি নিয়ে নানা মুনির নানা মত ৷ এবার এই নিয়ে মতামত রাখলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার সন্দীপ পাতিল ৷ তাঁর মতে, অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় তিনি দুঃখিত তবে দলে অশ্বিনের নাম দেখে তিনি মোটেও আশ্চর্য হননি ৷ ়
15 জনের দলে থাকার পরেও শেষ মুহূর্তে চোটের জন্য ছিটকে গিয়েছেন অক্ষর প্যাটেল । বিশ্বকাপের দল থেকে এইভাবে বাদ পড়া দুঃখজনক । তাঁর জন্য সহমর্মী প্রাক্তন ক্রিকেটার ৷ সোমবার কলকাতায় একটি অনুষ্ঠানে এসে সন্দীপ বলেন, "অশ্বিনের নাম ভারতীয় দলে দেখে আমি মোটেই আশ্চর্য নই ৷ ও এই মুহূর্তে ভারতের সবচেয়ে ভালো অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ৷ হ্যাঁ অবশ্য়ই অক্ষর প্যাটেল ছিটকে যাওয়ায় আমার খারাপ লাগছে ৷ তবে পুরো ঘটনাটা হয়তো শাপে বর হল ৷"
পাশাপাশি অশ্বিনকে কেন প্রথম থেকেই দলে রাখা হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ৷ ভারতীয় দল নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, "দারুণ ব্যালান্স আছে পুরো দলের ৷ আমরা এবার দারুণ ফর্মে রয়েছি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ৷ তবে দীর্ঘদিন ধরে এই পারফরম্যান্স বজায় রাখা বেশ মুশকিল ৷ আশা করি টুর্নামেন্টের মাঝামাঝি এসে আমরা সবটা বুঝতে পারব ৷"