পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Patil loses MCA Election: এমসিএ নির্বাচনে অপ্রত্যাশিত হার পাতিলের - Patil loses MCA Election

মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলের প্রার্থী অমল কালের কাছে 25 ভোটে হেরেছেন ভারতের 1983 বিশ্বকাপজয়ী দলের সদস্য (Sandeep lost the Mumbai Cricket Association Election) ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Oct 20, 2022, 11:04 PM IST

মুম্বই, 20 অক্টোবর: মুম্বই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) নির্বাচনে হেরে গেলেন সন্দীপ পাতিল । মহারাষ্ট্রের ক্ষমতাসীন দলের প্রার্থী অমল কালের কাছে 25 ভোটে হেরেছেন ভারতের 1983 বিশ্বকাপজয়ী দলের সদস্য । কালে এমসিএ-এর সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেছিলেন (Sandeep lost the Mumbai Cricket Association Election)।

ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রজার বিনি । 1983-র বিশ্বজয়ী দলের আরেক সদস্য এবার মুম্বই ক্রিকেট সংস্থাতেও সভাপতি হতে পারতেন । তাঁর বিরুদ্ধে স্বার্থের সঙ্ঘাতের যে অভিযোগ উঠেছিল তা খারিজ হয়ে গিয়েছে । তার পরেই তাঁর মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল । যদিও শেষরক্ষা হল না । অমল কালের কাছে হেরে গেলেন তিনি ।

নবনির্বাচিত বিসিসিআই কোষাধ্যক্ষ এবং বিজেপি নেতা আশিস শেলার কালেকে সমর্থন করেছেন। নির্বাচনে কালে মোট 183 ভোট পেয়েছেন । যেখানে পাতিল 370 ভোটের ইলেক্টোরাল কলেজে মাত্র 158 ভোট পেয়েছেন ।

আরও পড়ুন: বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি

ABOUT THE AUTHOR

...view details