পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Jayasuriya in Durgapur: গেইলের পর জয়সূর্য, দুর্গাপুরে টেনিস বলের টুর্নামেন্টে অতিথি শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক - Sanath Jayasuriya

গেইলের পর জয়সূর্য ৷ টেনিস বল ক্রিকেট প্রতিযোগিতার অতিথি হিসেবে বর্ধমান ঘুরে গেলেন সনথ জয়সূর্য ৷ বৃহস্পতিবার শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক এসেছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে (Sanath Jayasuriya visits Durgapur) ৷

Etv Bharat
দুর্গাপুরে টেনিস বল টুর্নামেন্টে অতিথি জয়সূর্য

By

Published : Feb 16, 2023, 10:31 PM IST

Updated : Feb 16, 2023, 11:02 PM IST

দুর্গাপুর, 16 ফেব্রুয়ারি: দিনকয়েক আগেই টেনিস বল টুর্নামেন্টের উদ্বোধনে বর্ধমানে এসেছিলেন ক্রিস্টোফার হেনরি গেইল ৷ 'দ্য ইউনিভার্স বসকে একবার দেখতে ভিড় উপচে পড়েছিল বর্ধমানের মালির মাঠে ৷ বৃহস্পতিবার একই কারণে বর্ধমান ঘুরে গেলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সনথ জয়সূর্য (Sanath Jayasuriya) ৷ জয়সূর্য এদিন এসেছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে ৷ বিগ ব্যাশ টেনিস বল টুর্নামেন্টে অতিথি হিসেবে এসে স্থানীয় ক্রিকেট অনুরাগীদের উৎসাহিত করলেন '96-র বিশ্বজয়ী দলের সদস্য (Sanath Jayasuriya visits Durgapur as a guest of tennis ball tournament) ৷

প্রসঙ্গক্রমে উঠে আসে শ্রীলঙ্কার জাতীয় দলের কথাও ৷ রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও দ্বীপরাষ্ট্রের জাতীয় দল সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে চলেছে ৷ নিউজিল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স করেছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। দেশ থেকে সরলেও গতবছর সেপ্টেম্বরে এশিয়া কাপ ছিনিয়ে নিয়েছিল দাসুন শানাকা অ্যান্ড কোং। এদিন সন্ধে সাতটা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন স্টেডিয়ামে এসে পৌঁছন জয়সূর্য ৷ এমন একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রথমেই প্রশংসা করেন উদ্যোক্তাদের ৷

এরপর প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নিয়ে নতুন প্রজন্মকে উৎসাহ যুগিয়ে বলেন, "এই ধরনের প্রতিযোগিতার জন্য উৎসাহ বাড়ছে খেলোয়াড় এবং দর্শকদের মধ্যে। দর্শকদের উদ্দেশ্য করে প্রণামও করতে দেখা যায় প্রাক্তন বিধ্বংসী ব্যাটারকে ৷ হাজার হাজার দর্শকের উপস্থিতিতে পরিপূর্ণ ভগৎ সিং ক্রীড়াঙ্গন আরও আলোকিত হয়ে ওঠে সনথ জয়সূর্যর আগমনে। এখানেই শেষ নয়, এরপর উদ্যোক্তাদের পক্ষ থেকে হুডখোলা জিপে করে জয়সূর্যকে গোটা মাঠ প্রদক্ষিণ করানো হয়। কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত থেকে শ্রীলঙ্কার প্রাক্তন দাপুটে অলরাউন্ডারকে স্বাগত জানান।

জয়সূর্যকে ঘিরে উন্মাদনা দুর্গাপুরে

আরও পড়ুন:বর্ধমানে ইউনিভার্স বস, তবে গেইল ঝড় দেখতে না-পাওয়ায় মনমরা দর্শকরা

অংশগ্রহণকারীদের সঙ্গে মিশে গিয়ে জয়সূর্যকে ব্যাট হাতে টেনিস বল পেটাতেও দেখা যায় ৷ তিনি অকপটে দুর্গাপুরে দাঁড়িয়ে জানান, দুর্গাপুর আমার দারুন লাগলো। আমি খুশি দুর্গাপুরে আসতে পেরে। দুর্গাপুর নগরনিগমের উদ্যোগে তৈরি ভগৎ সিং ক্রীড়াঙ্গনের ব্যাপক প্রশংসা শোনা গেল দ্বীপরাষ্ট্রের এই প্রাক্তন ক্রিকেটারের মুখে।

Last Updated : Feb 16, 2023, 11:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details