দুর্গাপুর, 16 ফেব্রুয়ারি: দিনকয়েক আগেই টেনিস বল টুর্নামেন্টের উদ্বোধনে বর্ধমানে এসেছিলেন ক্রিস্টোফার হেনরি গেইল ৷ 'দ্য ইউনিভার্স বসকে একবার দেখতে ভিড় উপচে পড়েছিল বর্ধমানের মালির মাঠে ৷ বৃহস্পতিবার একই কারণে বর্ধমান ঘুরে গেলেন শ্রীলঙ্কা জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক সনথ জয়সূর্য (Sanath Jayasuriya) ৷ জয়সূর্য এদিন এসেছিলেন দুর্গাপুর সিটি সেন্টারের ভগৎ সিং ক্রীড়াঙ্গনে ৷ বিগ ব্যাশ টেনিস বল টুর্নামেন্টে অতিথি হিসেবে এসে স্থানীয় ক্রিকেট অনুরাগীদের উৎসাহিত করলেন '96-র বিশ্বজয়ী দলের সদস্য (Sanath Jayasuriya visits Durgapur as a guest of tennis ball tournament) ৷
প্রসঙ্গক্রমে উঠে আসে শ্রীলঙ্কার জাতীয় দলের কথাও ৷ রাজনৈতিক অচলাবস্থার মধ্যেও দ্বীপরাষ্ট্রের জাতীয় দল সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য পারফরম্যান্স করে চলেছে ৷ নিউজিল্যান্ডের মাটিতে ভালো পারফরম্যান্স করেছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটাররা। দেশ থেকে সরলেও গতবছর সেপ্টেম্বরে এশিয়া কাপ ছিনিয়ে নিয়েছিল দাসুন শানাকা অ্যান্ড কোং। এদিন সন্ধে সাতটা নাগাদ দুর্গাপুরের সিটি সেন্টার সংলগ্ন স্টেডিয়ামে এসে পৌঁছন জয়সূর্য ৷ এমন একটি প্রতিযোগিতা আয়োজনের জন্য প্রথমেই প্রশংসা করেন উদ্যোক্তাদের ৷