কলম্বো, 9 জুলাই: শ্রীলঙ্কায় প্রবল জনরোষের মুখে পড়ে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপক্ষ ৷ সাধারণ মানুষ প্রেসিডেন্ট হাউসে ঢুকেও পড়েছেন ৷ সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যে গণ অভ্যুত্থানে সামিল হলেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya Supports Aragalaya Movement and Takes Stands with Sri Lankan People) ৷ সংবাদ সংস্থা এএনআইকে সেই কথা জানালেন তিনি ৷ বলেন, ‘‘আমি এই আন্দোলনের অংশ এবং মানুষের দাবি স্বপক্ষে রয়েছি... এই আন্দোলন গত 3 মাস ধরে চলে আসছে ৷’’ শুধু জয়সূর্য নন ৷ শ্রীলঙ্কার আরেক প্রাক্তন অধিনায়ক কুমার সঙ্গাকারাও দেশবাসী সমর্থনে টুইট করেছেন ৷ গত কয়েকমাসে শ্রীলঙ্কার আর্থিক সংকটের জেরে, সেদেশের প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষকে পদত্যাগ করতে হয় ৷
সনৎ জয়সূর্য মানুষের দাবির সঙ্গে রয়েছেন এমনটাই নয় ৷ তিনি শ্রীলঙ্কার সাধারণ মানুষের সঙ্গে রাস্তায় নেমে প্রতিবাদে সামিল হয়েছেন ৷ তাঁর সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও দেখা গিয়েছে ৷ যেখানে তিনি লিখেছেন, খুব দ্রুত শ্রীলঙ্কাবাসী তাঁদের বিজয় উৎসব পালন করবেন ৷ জয়সূর্য টুইটে লিখেছেন, ‘‘আমি সবসময় শ্রীলঙ্কার সাধারণ মানুষের পাশে আছি ৷ আর খুব দ্রুত আমরা বিজয় উৎসব পালন করব ৷ কোনও হিংসা ছাড়া আমরা এই আন্দোলন চালিয়ে যাব ৷’’