পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Feb 13, 2023, 11:09 PM IST

ETV Bharat / sports

Ranji Trophy 2022-23: রঞ্জি ফাইনালে থাকছে ডিআরএস, বেল বাজিয়ে ম্যাচের সূচনা করবেন সম্বরণ

রঞ্জি ট্রফির ফাইনালে থাকছে ডিআরএস ৷ ইডেনে বেল বাজাবেন সম্বরণ বন্দ্যোপাধ্যায় (Sambaran Banerjee Will Ring the Bell)। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে ফোন করে এই আমন্ত্রণ জানিয়েছেন। ইডেনে 33 বছর পরে রঞ্জি ফাইনালের আয়োজন ঘিরে সিএবি কোনও ত্রুটি রাখতে রাজি নয় ৷

Ranji Trophy 2022 23
ইডেনে বেল বাজাবেন সম্বরণ

কলকাতা, 13 ফেব্রুয়ারি: ইডেনে বেল বাজিয়ে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালের (Ranji Trophy 2022-23) সূচনা করবেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে রঞ্জি ফাইনালের আসর। ইডেনে 33 বছর পরে রঞ্জি ফাইনালের আয়োজন ঘিরে সিএবি কোনও ত্রুটি রাখতে রাজি নয়। প্রসঙ্গত, শেষবার রঞ্জি জয়ী বাংলা দলের অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। "আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে ফোন করে এই আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুশি।" প্রতিক্রিয়া সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের (Sambaran Banerjee Will Ring the Bell in Ranji Trophy Final) ।

33 বছর আগের সোনালি বিকেলের সেই ছবি দিয়ে ইডেন সাজানোর কথা জানালেন যুগ্ম সচিব দেবব্রত দাস। এছাড়াও সিএবির বিসিকেএল ব্লক খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাতে সাধারণ দর্শকরা উপস্থিত হয়ে বাংলা দলকে সমর্থন করেন। ব্যানার ফেস্টুন থাকছে। ইতিমধ্যে সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাইছে সকলে। রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, "মনোজদের বলব ফাইনালে চাপ নয়, কেবল একটা ম্যাচ হিসেবে খেলতে নাম তোমরা। সাফল্য তাহলে আসবেই। সেবারের দলটির সঙ্গে বর্তমান দলের অনেক মিল রয়েছে।"

তিনি আরও বলেন, "তবে বর্তমান দলে মনোজ-অনুষ্টুপদের মতো সিনিয়ররা যেমন রান করছেন তেমনই সুদীপের মতো তরুণদের ব্যাটেও রান এসেছে, তারা পারফরম্যান্স করছে। এটা অবশ্যই ভালো দিক।" ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে অধিনায়করা অসন্তোষ প্রকাশ করেছেন। মাঠের আম্পায়ারের সিদ্ধান্তের ত্রুটিতে দল ভুগছে। বাংলার অধিনায়ক মনোজ তিওয়ারি ইতিমধ্যে রঞ্জি ট্রফির নক-আউট পর্বে ডিআরএস চালু করার জন্য বোর্ডকে চিঠি দিয়েছিলেন।

আরও পড়ুন:রঞ্জি ট্রফি নিয়ে কলকাতা ঘুরতে চান আকাশ দীপ

সম্মিলিত দাবি এবং পরিস্থিতি বিচার করে বোর্ড রঞ্জি ফাইনালে ডিআরএস রাখার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোর থেকে ফিরে সোমবার কোনও অনুশীলন হয়নি। মঙ্গলবার থেকেই ফাইনালের প্রস্তুতিতে নেমে পড়ছে বাংলা। উল্লেখ্য, ইডেনে আগামী 16 ফেব্রুয়ারি সৌরাষ্ট্রর বিরুদ্ধে রঞ্জি ট্রফির ফাইনাল খেলতে নামবে বাংলা ৷ গতকাল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশকে হারিয়ে রঞ্জির অন্তিমপর্বে উঠেছে বাংলা ৷ 2019-20 পর ফের 2022-23 ৷ গতবারের ন্যায় ফাইনালে মনোজব্রিগেডের প্রতিপক্ষ সৌরাষ্ট্র ৷ তবে জায়গা বদলে রাজকোটের পরিবর্তে এবার কলকাতা ৷

ABOUT THE AUTHOR

...view details