কলকাতা, 13 ফেব্রুয়ারি: ইডেনে বেল বাজিয়ে বাংলা বনাম সৌরাষ্ট্র রঞ্জি ফাইনালের (Ranji Trophy 2022-23) সূচনা করবেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার থেকে রঞ্জি ফাইনালের আসর। ইডেনে 33 বছর পরে রঞ্জি ফাইনালের আয়োজন ঘিরে সিএবি কোনও ত্রুটি রাখতে রাজি নয়। প্রসঙ্গত, শেষবার রঞ্জি জয়ী বাংলা দলের অধিনায়ক ছিলেন সম্বরণ বন্দ্যোপাধ্যায়। "আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় নিজে ফোন করে এই আমন্ত্রণ জানিয়েছেন। আমি খুশি।" প্রতিক্রিয়া সম্বরণ বন্দ্যোপাধ্যায়ের (Sambaran Banerjee Will Ring the Bell in Ranji Trophy Final) ।
33 বছর আগের সোনালি বিকেলের সেই ছবি দিয়ে ইডেন সাজানোর কথা জানালেন যুগ্ম সচিব দেবব্রত দাস। এছাড়াও সিএবির বিসিকেএল ব্লক খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। যাতে সাধারণ দর্শকরা উপস্থিত হয়ে বাংলা দলকে সমর্থন করেন। ব্যানার ফেস্টুন থাকছে। ইতিমধ্যে সেই ইতিহাসের পুনরাবৃত্তি চাইছে সকলে। রঞ্জি জয়ী অধিনায়ক সম্বরণ বন্দ্যোপাধ্যায় বলেন, "মনোজদের বলব ফাইনালে চাপ নয়, কেবল একটা ম্যাচ হিসেবে খেলতে নাম তোমরা। সাফল্য তাহলে আসবেই। সেবারের দলটির সঙ্গে বর্তমান দলের অনেক মিল রয়েছে।"