দুবাই, 20 সেপ্টেম্বর:করোনাকালে সাময়িকভাবে বলে থুথু ব্যবহারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা ৷ পাকাপাকি সেই নিয়মকেই কার্যকর করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC made saliva ban permanent) ৷ পাশাপাশি 'মানকাডিং' আইসিসি-র সংবিধানে বৈধ হিসেবে জায়গা করে নিল ৷ সবমিলিয়ে একাধিক নয়া নিয়মেই আগামী মাসে অজিভূমে শুরু হচ্ছে কুড়ি-বিশের বিশ্বকাপ (T-20 World Cup) ৷
এক বিবৃতিতে আইসিসি (ICC) লিখেছে, "করোনা পরিস্থিতির কারণে গত দু'বছরের বেশি সময় ধরে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে লালারসের ব্যবহার নিষিদ্ধ ছিল ৷ এই নিষেধাজ্ঞার সুফল মেলায় আইসিসি চিরতরে লালারসের ব্যবহারে রাশ টানল ৷" পাশাপাশি মানকাডিং রান আউট-কে অবৈধ ঘোষণা না-করলেও এতদিন তা 'আনফেয়ার প্লে' হিসেবে গণ্য করা হত ৷ সেই মানকাডিং'কে বৈধতা দিল আইসিসি ৷