পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC Bans Saliva: বলে পাকাপাকিভাবে নিষিদ্ধ হল থুথু-র ব্যবহার, একাধিক নয়া নিয়মে টি-20 বিশ্বকাপ

পাকাপাকিভাবে লালারস ব্য়বহারে নিষেধাজ্ঞা জারি করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC made saliva ban permanent) ৷ পাশাপাশি 'মানকাডিং' আইসিসি-র সংবিধানে বৈধ হিসেবে জায়গা করে নিল ৷

Etv Bharat
বলে পাকাপাকিভাবে নিষিদ্ধ হল থুথু-র ব্যবহার

By

Published : Sep 20, 2022, 4:21 PM IST

দুবাই, 20 সেপ্টেম্বর:করোনাকালে সাময়িকভাবে বলে থুথু ব্যবহারে জারি হয়েছিল নিষেধাজ্ঞা ৷ পাকাপাকি সেই নিয়মকেই কার্যকর করল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি (ICC made saliva ban permanent) ৷ পাশাপাশি 'মানকাডিং' আইসিসি-র সংবিধানে বৈধ হিসেবে জায়গা করে নিল ৷ সবমিলিয়ে একাধিক নয়া নিয়মেই আগামী মাসে অজিভূমে শুরু হচ্ছে কুড়ি-বিশের বিশ্বকাপ (T-20 World Cup) ৷

এক বিবৃতিতে আইসিসি (ICC) লিখেছে, "করোনা পরিস্থিতির কারণে গত দু'বছরের বেশি সময় ধরে সাময়িকভাবে আন্তর্জাতিক ক্রিকেটে লালারসের ব্যবহার নিষিদ্ধ ছিল ৷ এই নিষেধাজ্ঞার সুফল মেলায় আইসিসি চিরতরে লালারসের ব্যবহারে রাশ টানল ৷" পাশাপাশি মানকাডিং রান আউট-কে অবৈধ ঘোষণা না-করলেও এতদিন তা 'আনফেয়ার প্লে' হিসেবে গণ্য করা হত ৷ সেই মানকাডিং'কে বৈধতা দিল আইসিসি ৷

অর্থাৎ, এবার থেকে মানকাডিং নিয়মিত রান আউটের আওতাতেই ধরা হবে ৷ বিবৃতিতে আইসিসি লিখেছে, "নন-স্ট্রাইকার এন্ডে দাঁড়িয়ে থাকা ব্যাটারকে রান আউট করা এবার থেকে নিয়মিত রান আউটের হিসেবে পরিগণিত হবে ৷" এছাড়াও ক্রিকেটের একাধিক নিয়মেও বদল আসছে ৷ দেখে নেওয়া যাক একনজরে :

আরও পড়ুন:ছেলেকে কোল নিয়ে ‘6 ছক্কার’ স্মৃতিতে ডুব যুবরাজের

  • নতুন ব্যাটারকে এখন থেকে ক্রিজে নেমেই স্ট্রাইক-এন্ডেই দাঁড়াতে হবে ৷
  • নয়া ব্যাটার ক্রিজে নামার সময় হিসেবে এতদিন টেস্ট এবং ওয়ান-ডে ক্রিকেটে বরাদ্দ থাকত তিন মিনিট ৷ এবার তা কমিয়ে আনা হল দু'মিনিটে ৷
  • বোলার দৌড় শুরু করার পর দলের কোনও ফিল্ডার যদি ইচ্ছাকৃতভাবে অযাচিত কোনও চলাফেরা করে ৷ তবে অভিযোগ প্রমাণিত হলে বিপক্ষ দল পাঁচ রান পেনাল্টি পেতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details