পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Saha vs Karthik: কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট - দীনেশ কার্তিক

ক্রিকেট অনিশ্চয়তার খেলা ৷ এখানে নির্বাচনের সময় বিভিন্ন ক্ষেত্রে খাটে বিভিন্ন যুক্তি ৷ 36 বছরের দীনেশ কার্তিক দলে থাকলেও কেন 37-এর ঋদ্ধিমান সাহার দলে জায়গা হবে না ? যেখানে দুজনেই ভালো ফর্মে আছেন (Saha vs Karthik)৷ দিলীপ বেঙ্গসরকর (ETV Bharat exclusive interview with Dilip Vengsarkar Raja Venkat) ও রাজা ভেঙ্কটের কাছে এই প্রশ্নের উত্তর খুঁজলেন ইটিভি ভারতের সঞ্জীব গুহ ৷

saha-vs-karthik-Dilip vengsarkar-points-to-finishing-skills-raja-venkat-calls-it-selectors-double-standards
কার্তিক থাকলে ঋদ্ধি কেন নয় ? বেঙ্গসরকর যুক্তি দিলেও ডাবল স্ট্যান্ডার্ড বলছেন রাজা ভেঙ্কট

By

Published : May 27, 2022, 10:47 AM IST

কলকাতা, 27 মে: একজনের বয়স 37, তবে তিনি আপাতত লাইমলাইটের বাইরে ৷ অপরজন 36-এ ৷ অথচ তিনি এখনও ভারতের টি-20 স্কোয়াডে জ্বলজ্বল করছেন ৷ দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য 18 সদস্যের টি-20 দলে তাঁর প্রত্যাবর্তন ঘটেছে ৷ বয়সই যদি হয় যোগ্যতার অন্যতম মাপকাঠি, তাহলে হয় দুজনেরই দলে টিঁকে থাকা উচিত, নয়তো বাছাইপর্বে স্থানই পাওয়া উচিত না দুজনের কারও (Wriddhiman Saha Dinesh karthik potential comeback to India team)৷ তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা ৷ আর বিভিন্ন সময়ই যাবতীয় যুক্তিকে এদিক ওদিক করে দিয়ে হয় দল বাছাই ৷ কথা হচ্ছে যাঁদের নিয়ে তাঁদের মধ্যে একজন হলেন 40টি টেস্ট খেলার অভিজ্ঞতাসম্পন্ন ঋদ্ধিমান সাহা, যাঁকে ভারতীয় দল থেকে অনেক আগেই ছুড়ে ফেলা হয়েছে ৷ আর অপরজন হলেন দলে কামব্যাক করা দীনেশ কার্তিক ৷ মজার কথা যে, দুজনেই তাঁদের লাইফটাইম ফর্মে রয়েছেন (Saha vs Karthik)৷

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) 2022-এ তাঁদের পারফরম্যান্সের মধ্যেও অদ্ভুত মিল রয়েছে ৷ আইপিএল ব্যাটিং চার্টে নজর রাখলে দেখা যাবে, 15টি ম্যাচে 324 রান করে কার্তিক রয়েছেন 25 নম্বরে ৷ আর 10 ম্যাচ খেলে ঋদ্ধির ব্যাট থেকে এসেছে তাক লাগানো 312 রান ৷ আইপিএল ব্যাটিং চার্টে তিনি আছেন 26 নম্বরে ৷ এই পরিস্থিতিতে কেন কার্তিককে দলে ফিরিয়ে আনা হলেও ঋদ্ধিকে জায়গা দেওয়া হচ্ছে না, সেই প্রশ্নের জবাবে নিজের যুক্তির কথা জানালেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা মুখ্য নির্বাচক দিলীপ বেঙ্গসরকর (ETV Bharat exclusive interview with Dilip Vengsarkar Raja Venkat)৷ বৃহস্পতিবার মুম্বই থেকে ইটিভি ভারতকে তিনি (Dilip Vengsarkar backs Dinesh Karthik return says good finisher) জানিয়েছেন, "নির্বাচকদের ভাবনাচিন্তার প্রক্রিয়ার কী ছিল, সে সম্পর্কে আমি নিশ্চিত জানি না ৷ তবে আমার যেটা মনে হয়, কার্তিকের বর্তমান ফর্মের কারণেই তাঁকে বেছে নিয়েছেন নির্বাচকরা এবং তিনি একজন ভাল ফিনিশার ৷" কার্তিকের অন্তর্ভুক্তি ও ঋদ্ধির প্রস্থানের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তাঁর আরও যুক্তি, "নির্বাচকরা হয়তো বিরাট (কোহলি), রোহিত (শর্মা) ও (কেএল) রাহুলের পাশাপাশি 5 ও 6 নম্বরে একজন ফিনিশারের খোঁজ করছিলেন, সেটাই হয়তো কার্তিকের দলে অন্তর্ভুক্তির কারণ ৷"

আরও পড়ুন: Dinesh Karthik : ‘কঠোর পরিশ্রম জারি...’, জাতীয় দলে কামব্যাকের পর টুইট ডিকে’র

তবে ভারতীয় দলের স্বর্ণযুগের নির্বাচক রাজা ভেঙ্কট অন্য কথা বলছেন (Former India team selector Raja Venkat calls dropping Wriddhiman Saha double standard)৷ টি-20-তে কার্তিকের প্রত্যাবর্তন আর টেস্ট দলের ধারেপাশেও ঋদ্ধির না-থাকাকে ডাবল স্ট্যান্ডার্ড হিসেবেই দেখছেন তিনি ৷ কোনও রকম রাখঢাক না-করেই তিনি বলেছেন, "একেবারেই...নিঃসন্দেহে এটা ডাবল স্ট্যান্ডার্ড ৷"

ঋদ্ধিকে প্রশংসার ভরিয়ে দিয়েছেন রাজা ভেঙ্কট ৷ তাঁর মতে, ঋদ্ধিই দেশের সেরা উইকেটকিপার ৷ ভেঙ্কটের কথায়, "ঋদ্ধি সেরা উইকেটকিপার ৷ ওকে যখনই সুযোগ দেওয়া হয়েছে ও ভালো পারফর্ম করেছে ৷ লোকে ওর ব্যাটিং-এর দিকে আঙুল তোলে, তবে ওর ব্যাটিং গড় 30-এর উপরে ৷ ও ভারতের জন্য শেষ যে টেস্ট খেলেছে তাতে ও ভালো ব্যাট করেছে ৷ মনে হয়, বিভিন্ন ক্রিকেটারের জন্য এখানে বিভিন্ন নিয়ম কাজ করে ৷"

টেস্ট ম্যাচে ঋদ্ধির থেকে ঋষভ পন্থকে এগিয়ে রাখার যুক্তিরও ঘোর বিরোধী প্রাক্তন নির্বাচক ৷ এ ব্যাপারে ইটিভি ভারতকে তিনি বলেছেন, "ভারতের জন্য একটা কী দুটো ম্যাচ জিতেছে ঋষভ ৷ তবে ও একেবারেই ধারাবাহিক নয় ৷ আমার মতে, ঋদ্ধিই প্রথম পছন্দের কিপার হওয়া উচিত ৷ ঋষভ আরও একটু অপেক্ষা করতেই পারে কারণ ওর এখনও অনেক বয়স পড়ে রয়েছে ৷ ঋষভকে ওর উইকেটকিপিং, ব্যাটিং স্কিলের উন্নতির জন্য, আরও ধারাবাহিক হওয়ার জন্য সময় দেওয়া হোক ৷ তারপর ও কামব্যাক করতে পারে ৷" ফিটনেসের দিক থেকে দেখতে গেলেও 37 বছরের ঋদ্ধিই সেরা বাছাই বলে মত রাজা ভেঙ্কটের ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details