মুম্বই, 10 জুলাই: 74 পেরিয়ে 75-এ পা রাখলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি লিটল মাস্টার সুনীল গাভাসকর ৷ তাঁকে দেখেই ক্রিকেটের প্রতি ভালোবাসা জন্মেছিল আরেক কিংবদন্তি মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ৷ তাই আইডলের জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানাতে ভুললেন না সচিন ৷ এদিন বিসিসিআই'য়ের তরফেও সানি গাভাসকরকে প্ল্যাটিনাম জুবলিতে পদার্পণের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পাঠিয়েছে ৷
বিনা হেলমেটে 150 কিলোমিটার গতিবেগের বল কীভাবে ফেস করতে হয় ? আজকের যুগের ক্রিকেটারদের এই প্রশ্ন করলে, তাঁরা চমকে উঠবেন ৷ কেউ কেউ হয়তো সরাসরি বলেই ফেলবেন অসম্ভব ৷ কিন্তু সাত কিংবা আটের দশকে ক্যারিবিয়ান, অজি ও ব্রিটিশ পেসারদের বিদ্যুৎগতির বল বিনা হেলমেটে অবলীলায় ফেস করা ক্রিকেটারদের মধ্যে অন্যতম ছিলেন সুনীল গাভাসকর ৷ সেই সময় দাঁড়িয়ে টেস্ট ক্রিকেটে 34টি সেঞ্চুরি করেছিলেন তিনি ৷ আজ সেই মহান কিংবদবন্তির 75তম জন্মদিন ৷
তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না আরেক কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ এদিন সচিন তাঁর সোশাল মিডিয়ায় পোস্টে লেখেন, ‘‘আমার ব্যাটিং আইডলকে জানাই শুভ জন্মদিন ৷ ইনি সেই ব্যক্তি, যাঁকে অনুসরণ করে এবং তাঁর মতো করে ব্যাট করার স্বপ্ন দেখে বড় হয়েছি ৷ শুভ জন্মদিন গাভাসকর স্যার !’’