পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin's Wishes to Sehwag: একটা 'ম্যাড়ম্যাড়ে' জন্মদিন কাটাও, বীরুকে সচিনের অভিনন্দনবার্তা

Birthday Wishes to Virender Sehwag by Sachin Tendulkar: 45 বছর পূরণ করে ফেললেন প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র সেহওয়াগ ৷ আর তাঁর এই জন্মদিনে, তাঁর স্বকীয় ভঙ্গিমাতেই অভিনন্দন জানালেন সচিন তেন্ডুলকর ৷

Image Courtesy: Sachin Tendulkar X
Image Courtesy: Sachin Tendulkar X

By ETV Bharat Bangla Team

Published : Oct 20, 2023, 7:24 PM IST

মুম্বই, 20 অক্টোবর: ভারতীয় ক্রিকেটের সবচেয়ে আনন্দদায়ক এবং ভয়ংকর ওপেনার বললে একটা নামই মনে আসবে ৷ তিনি আর কেউ নন, নজফগড়ের নবাব বীরেন্দ্র সেহওয়াগ ৷ আজ তাঁর 46তম জন্মদিন ৷ ক্রিকেট মাঠে বিস্ফোরক এবং বেপরোয়া এই প্রাক্তন ভারতীয় ওপেনারকে জন্মদিনে অভিনন্দন জানালেন কিংবদন্তী সচিন তেন্ডুলকর ৷ তবে, শুভেচ্ছাবার্তায় ‘ম্যাড়ম্যাড়ে’ জন্মদিন কাটুক বীরুর, সেই কামনাই করলেন মাস্টার ব্লাস্টার ৷

না কোনও শত্রুতা বা ক্ষোভ নয় ৷ বীরেন্দ্র সেহওয়াগের কায়দাতেই তাঁকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা দিলেন সচিন ৷ কারণ, ক্রিকেট মাঠে বীরুর পরিস্থিতির বিপরীতে চলার স্বভাব ৷ সচিন তাঁর এক্স হ্যান্ডেলে 2003 বিশ্বকাপের একটি ছবি পোস্ট করেন ৷ সেখানে তিনি লিখেছেন, ‘‘আমি যখনই ওকে বলতাম ধীরে চলো এবং ক্রিজে টিকে থাক ৷ ও বলত ‘ওকে’ ৷ আর তার পরের বলটাই বাউন্ডারির বাইরে চার মারত ৷ শুভ জন্মদিন সেই মানুষটিকে, যাঁকে আমি যা বলতাম, তার ঠিক উলটোটাই করত ৷ তাই আজকে আমি বলব, একটা ম্যাড়ম্যাড়ে জন্মদিন কাটাও, বীরু ৷’’ সঙ্গে একটা উলটো হাসি ৷

ক্রিকেট মাঠে প্রতিপক্ষের ত্রাস ছিলেন সচিন তেন্ডুলকর এবং বীরেন্দ্র সেহওয়াগ ৷ আর সেহওয়াগ সবসময় সচিনকে নিজের গুরু এবং নিজেকে তাঁর শিষ্য বলে উল্লেখ করে থাকেন ৷ কিন্তু, ক্রিকেট মাঠে গুরুর অবাধ্য শিষ্য ছিলেন তিনি ৷ তা পরবর্তী সময় একাধিক সাক্ষাৎকারে স্বীকারও করেছেন সেহওয়াগ ৷ এমনকী সচিনকেও একই কথা বলতে শোনা গিয়েছে ৷ সেই পুরনো স্মৃতি তুলে ধরে এদিন অবাধ্য কিন্তু, অন্যতম প্রিয় ক্রিকেট শিষ্যকে জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানালেন মাস্টার ব্লাস্টার ৷

আরও পড়ুন:ওয়াংখেড়েতে সচিনের প্রমাণ আকৃতির মূর্তি, নভেম্বরেই উদ্বোধন

আর বীরুর মতোই তাঁর জন্মদিনে সচিনের এই অভিনন্দনবার্তায় মেতেছে সোশাল মিডিয়া ব্যবহারকারীরা এবং সকল ভারতীয় ক্রিকেটপ্রেমী ৷ কমেন্ট সেকশনে হাস্যরোল এবং একাধিক মন্তব্য জমা হচ্ছে ৷ এমনকি অনেকে শেয়ারও করছেন সচিনের এই ‘বীরুচিত’ অভিনন্দনবার্তা ৷

ABOUT THE AUTHOR

...view details