নয়াদিল্লি, 6 জুলাই : টোকিও অলিম্পিক্সগামী ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷ এছাড়া কোভিড পরিস্থিতির মধ্যে অনুশীলন চালিয়ে যাওয়া অ্যাথলিটদের প্রশংসা শোনা গেল মাস্টার ব্লাস্টারের গলায় ৷
কোভিড 19 প্যানডেমিকের কারণে 2020 সালে স্থগিত রাখা হয় দ্য গ্রেটেস্ট শো অন দ্যা আর্থ ৷ পরিবর্তে চলতি বছরে ক্রীড়া জগতের মেগা ইভেন্ট আয়োজন করছে জাপানের টোকিও শহর ৷ সমস্ত স্বাস্থ্য সম্পর্কিত বিধি নিষেধ মাথায় রেখেই আগামী 23 জুলাই থেকে শুরু হতে চলেছে অলিম্পিক্স 2020 ৷
আজ টুইট করে অ্যাথলিটদের শুভেচ্ছা জানান সচিন ৷ লেখেন , ‘‘প্যানডেমিকের সময় আমাদের সবার সঙ্গে অ্যাথলিটরাও কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে ৷ তবে তাঁরা আশা ছাড়েনি ৷ অলিম্পিক্সের জন্য প্রস্তুতি করে গিয়েছে ৷ আমি জানি টোকিও অলিম্পিক্সে তাঁরা তাঁদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন ৷’’