পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Recalled Memories With Warne: 'বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে মিস করি', মৃত্যুবার্ষিকীতে ওয়ার্নকে স্মরণ সচিনের

আজ শেন ওয়ার্নের মৃত্যুবার্ষিকী ৷ দিনটিতে বন্ধু ওয়ার্নকে স্মরণ করলেন সচিন তেন্ডুলকর (Sachin Recalled Memories With Warne) ৷ তাঁর সঙ্গে মাঠের মধ্যে ও বাইরের সব স্মৃতির কথা উল্লেখ করলেন মাস্টার ৷

Sachin Recalled Memories With Warne ETV BHARAT
Sachin Recalled Memories With Warne

By

Published : Mar 4, 2023, 4:57 PM IST

কলকাতা, 4 মার্চ: বাইশ গজে যখন তাঁরা মুখোমুখি হতেন, সেই সময় একে অপরের চিরপ্রতিদ্বন্দ্বী ছিলেন ৷ কিন্তু, মাঠের বাইরে ছবিটা ছিল পুরোপুরি অন্য ৷ একে অপরের প্রতি সম্মান যেমন ছিল ৷ তেমনি ছিল বন্ধুত্ব ৷ কিন্তু, আজ তাঁদের একজন অতীত ৷ প্রয়াত কিংবদন্তী অস্ট্রেলিয়ান স্পিনার শেন ওয়ার্নারে আজ প্রথম মৃত্যুবার্ষিকী ৷ ক্রিকেট বিশ্বের এই শোকের দিনে, বন্ধুর সঙ্গে কাটানো মুহূর্তগুলিকে স্মরণ করলেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar Remembers Shane Warne) ৷ টুইটারে ওয়ার্নের সঙ্গে একটি ছবি পোস্ট করে মাস্টার লিখেছেন, ‘‘আমি নিশ্চিত তুমি তোমার হাস্যরস এবং ক্যারিশমা দিয়ে স্বর্গকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছ ওয়ার্নি !’’

উল্লেখ্য, 2022 সালের 4 মার্চ তাইল্যান্ডের ভিলায় অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল শেন ওয়ার্নকে ৷ সেখানে এক বন্ধুর সঙ্গে ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি ৷ তিনি ওই কমপ্লেক্সের অন্যদিকে ছিলেন ৷ বন্ধুর সঙ্গে নৈশ্যভোজে যোগ দেওয়ার কথা ছিল ওয়ার্নির ৷ কিন্তু, দীর্ঘক্ষণ হয়ে গেলেও তিনি নৈশ্যভোজে যোগ দেননি ৷ তখন তাঁর ঘরে গিয়ে ওই ব্যক্তি শেন ওয়ার্নকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেছিলেন ৷

বন্ধু ওয়ার্নের মৃত্যুবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে একটি টুই করেছেন সচিন ৷ লিখেছেন, ‘‘আমাদের দু’জনের মাঠের মধ্যে অনেক স্মরণীয় দ্বৈরথ রয়েছে ৷ একইভাবে আমরা স্মরণীয় মুহূর্ত কাটিয়েছি ৷ আমি শুধু তোমার মধ্যে একজন মহান ক্রিকেটারকে মিস করি না ৷ একজন মহান বন্ধুকেও মিস করি ৷ আমি নিশ্চিত তুমি তোমার হাস্যরস এবং ক্যারিশমা দিয়ে স্বর্গকে আরও বেশি মনোমুগ্ধকর করে তুলেছ ওয়ার্নি !’’

আরও পড়ুন:ওর অভাব প্রতিপদে টের পাই, লেজেন্ডস লিগে নামার আগে ওয়ার্নকে নিয়ে শ্রদ্ধাবনত মুরলি

একবছর আগে শেনের সেই অস্বাভাবিক মৃত্যুতে নড়ে গিয়েছিল সমগ্র ক্রিকেট বিশ্ব ৷ কীভাবে তাঁর মৃত্যু হল, তা জানার জন্য উদগ্রীব ছিল শেনের পরিবার, বন্ধু এবং কোটি কোটি অনুরাগী ৷ কিন্তু, তাইল্যান্ড পুলিশের দীর্ঘ তদন্ত এবং অটোপসি রিপোর্টে বলা হয়, ওয়ার্নের মৃত্যুতে অস্বাভাবিকতা পাওয়া যায়নি ৷ আজ শেন ওয়ার্নের মৃত্যুর একবছর পূর্ণ হয়েছে ৷ কিন্তু, অজি লেগ স্পিনারের সেই ‘বল অফ দ্য সেঞ্চুরি’-র মৃত্যু নেই ৷

ABOUT THE AUTHOR

...view details