মুম্বই, 18 জুলাই : তাঁর উপস্থিতিতে সচিন তেন্ডুলকরের ব্যাট থেকে এসেছিল শতরান ৷ একবার নয়, দু‘ দু‘বার ৷ প্রাক্তন দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি নেলসন ম্যান্ডেলার গ্যালারিতে উপস্থিত থাকাটা তাঁর জন্য সৌভাগ্যের ৷ এই বিশ্বাসটা ঢুকে গিয়েছিল মাস্টার ব্লাস্টারের মনে ৷ নেলসন ম্যান্ডেলা একবার বলেছিলেন, খেলাধুলোয় এমন শক্তি আছে যা বিশ্ব পরিবর্তন করতে পারে । খেলায় সেই শক্তি আছে যা গোটা বিশ্বকে এক করতে পারে । আজ সেই মানুষটির জন্মবার্ষিকীতে তাঁর কথা স্মরণ করে অনুরাগীদের সঙ্গে কিছু অভিজ্ঞতা শেয়ার করলেন সচিন ৷
গোটা বিশ্বজুড়ে আজ পালিত হচ্ছে 'নেলসন ম্যান্ডেলা আন্তর্জাতিক দিবস' ৷ সারাজীবন বর্ণবৈষম্যের বিরুদ্ধে লড়াই করা মানুষটির আজ জন্মদিন ৷ এমন একটি দিনে ম্যান্ডেলার সঙ্গে যুক্ত কিছু কথা ভাগ করে নিলেন সচিন তেন্ডুলকর ৷ আজ টুইটারে একটি ভিডিয়ো শেয়ার করেছেন সচিন ৷ সেখানে নেলসন ম্যান্ডেলার সঙ্গে তাঁর সাক্ষাৎ এবং কথোপকথন কিছু অংশ তুলে ধরেন সচিন ৷ জানান কেন তিনি ম্যান্ডেলাকে বলেছিলেন, "আপনি আমার জন্য লাকি ৷"
নেলসন ম্যান্ডেলার সঙ্গে দু‘বার সাক্ষতের সৌভাগ্য হয়েছিল সচিনের ৷ টুইট করা ভিডিয়োর প্রথমেই একটি ব্যাট দেখিয়ে সচিন জিজ্ঞাসা করেন, "আপনারা এই স্বাক্ষরটি চিনতে পারছেন ? নেলসন ম্যান্ডেলার মতো মানুষের সঙ্গে সাক্ষাতের সৌভাগ্য হয়েছিল আমার ৷ 1992-93 মরসুমে সেবার প্রথমবার ভারত দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ৷ আর দীর্ঘদিন পর দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে সিরিজ় খেলতে নেমেছিল ৷ জোহানেসবার্গের ওয়ান্ডার্সে তিনি আমাদের খেলা দেখতে এসেছিলেন ৷ দ্বিতীয়বার তাঁর সঙ্গে দেখা হয়েছিল 1996-97 মরসুমের দক্ষিণ আফ্রিকা সফরে ৷"