মুম্বই, 20 মে: প্রাক্তন ভারতীয় কোচ অংশুমান গায়কোয়াড়ের সময় নিজের ক্রিকেট কেরিয়ারের সেরা বছরগুলি কাটিয়েছেন সচিন তেন্ডুলকর ৷ শুক্রবার সন্ধ্যায় মুম্বইয়ে গায়কোয়াড়ারের বায়োগ্রাফি ‘ব্লাড অ্যামিডস ব্লাডবাথ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠানে একথা বলেন মাস্টার ব্লাস্টার ৷ জানালেন, অংশুমান গায়কোয়াড়ের সঙ্গে সময় কাটাতে পেরে সচিন নিজেকে ভাগ্যবান মনে করেন ৷ প্রাক্তন ভারতীয় কোচের আরেক শিষ্য জাহির খানও, জাতীয় দলে তাঁর সুযোগ পাওয়ার পিছনে গুরুর অবদানের কথা শোনালেন ৷
অংশুমান গায়কোয়াড়ের জীবন নিয়ে লেখা বইয়ের আত্মপ্রকাশ অনুষ্ঠানে সচিন এবং জাহির ছাড়াও, দিলীপ বেঙ্গসরকর, কপিল দেব, সুনীল গাভাসকর, রবি শাস্ত্রী, রজার বিনি-সহ অনেকে উপস্থিত ছিলেন ৷ অংশুমান গায়কোয়াড় নিজেও সেখানে ছিলেন ৷ আর তাঁর উপস্থিতিতেই জানালেন, গায়কোয়াড় যখন ভারতীয় দলের কোচ ছিলেন, সেই সময় তাঁর সঙ্গে সময় কাটাতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন সচিন ৷ তিনি বলেন, ‘‘উনি আমাদের কোচ থাকাকালীন আমি ক্রিকেট কেরিয়ারের সেরা বছরগুলি কাটিয়েছি ৷ এমনকি আমার ব্যাটিং নিয়ে অনেক আলোচনা হয়েছে ৷ মাঠে আমার কী ভূমিকা হতে পারে, তা নিয়ে কথা হয়েছে ৷’’
এমনকী ব্যক্তি ও কোচ হিসেবে ক্রিকেটারদের বিশ্বাস অর্জন করতে পেরেছিলেন অংশুমান গায়কোয়াড় ৷ সচিন জানান, একজন কোচ কোনও ক্রিকেটারের কী দুর্বলতা আছে ? কোথায় সমস্যা হচ্ছে ? সেগুলি সবচেয়ে ভালো জানতে ৷ আর এই ইস্যুগুলি তিনি কেবল সংশ্লিষ্ট ক্রিকেটার এবং নিজের মধ্যে রাখতেন ৷ আর এটাই একজন উচ্চমানের কোচের গুণ বলে মন্তব্য করেন সচিন ৷