মুম্বই, 23 অক্টোবর: সচিন পরবর্তী বিশ্ব ক্রিকেট যে সকল ক্রিকেটারের ব্যাটে বুঁদ হয়েছে তার মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) অন্যতম ৷ শুধু তাই নয়, এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল সচিন সেরা নাকি কোহলি GOAT, এই তর্কে ক্রিকেট অনুরাগীরা দু'ভাগ হয়ে থাকেন আকছারই ৷ কিন্তু সত্যিটা হল, সচিনের ব্যাটিং যেমন বিরাটের বর্ণময় কেরিয়ারের অনুপ্রেরণা, তেমন ক্রিকেটঈশ্বর অবসর জীবনে আনন্দ খুঁজে পান বিরাটের ব্যাটে ৷ মেলবোর্নে কোহলির বিস্ফোরক অথচ নয়নাভিরাম ব্যাটিং দেখে আহ্লাদে আটখানা গোটা রাষ্ট্র ৷ বাদ গেলেন না সচিনও ৷ ম্যাচের পর দ্ব্যর্থহীন ভাষায় মাস্টার-ব্লাস্টার বিরাটকে জানিয়ে দিলেন, রবিবাসরীয় মেলবোর্নে বিরাট যে ইনিংসটা খেললেন, সেটাই সেরা (Sachin Tendulkar praises Virat Kohli after Melbourne heroics) ৷
53 বলে মারকাটারি 82 রান ৷ নাসিম শাহ-হ্যারিস রাউফদের পেসে ভারতের টপ-অর্ডারের যখন নাকানি-চোবানি অবস্থা, তখন মেলবোর্নে ঢাল হলেন বিরাট ৷ সতীর্থ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে ম্যাচে জেতানো পার্টনারশিপ তৈরি করে বুঝিয়ে দিলেন, এখনও দলের জয়ে ত্রাতা হয়ে উঠতে তাঁর জুড়ি মেলা ভার ৷ কোহলি এদিন এমসিজি-তে বেশ কিছু শট খেললেন, যা তাঁর নিখুঁত ফুটওয়ার্কের স্বাক্ষর বহন করল ৷ যে দেখে মুগ্ধ মাস্টার-ব্লাস্টার ৷