পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Hails Kohli: মেলবোর্নের ইনিংসটাই তোমার জীবনের সেরা, কোহলিকে বললেন সচিন - Virat Kohli

53 বলে মারকাটারি 82 রান ৷ নাসিম শাহ-হ্যারিস রাউফদের পেসে ভারতের টপ-অর্ডারের যখন নাকানি-চোবানি অবস্থা, তখন মেলবোর্নে ঢাল হলেন বিরাট (Virat Kohli) ৷ যা দেখে ম্যাচ শেষে দ্ব্যর্থহীন ভাষায় মাস্টার-ব্লাস্টার বিরাটকে জানিয়ে দিলেন, রবিবাসরীয় মেলবোর্নে বিরাট যে ইনিংসটা খেললেন, সেটাই সেরা (Sachin Tendulkar praises Virat Kohli after Melbourne heroics) ৷

Sachin Hails Kohli
মেলবোর্নের ইনিংসটাই তোমার জীবনের সেরা, কোহলিকে বললেন সচিন

By

Published : Oct 23, 2022, 9:37 PM IST

মুম্বই, 23 অক্টোবর: সচিন পরবর্তী বিশ্ব ক্রিকেট যে সকল ক্রিকেটারের ব্যাটে বুঁদ হয়েছে তার মধ্যে বিরাট কোহলি (Virat Kohli) অন্যতম ৷ শুধু তাই নয়, এ প্রসঙ্গে জানিয়ে রাখা ভাল সচিন সেরা নাকি কোহলি GOAT, এই তর্কে ক্রিকেট অনুরাগীরা দু'ভাগ হয়ে থাকেন আকছারই ৷ কিন্তু সত্যিটা হল, সচিনের ব্যাটিং যেমন বিরাটের বর্ণময় কেরিয়ারের অনুপ্রেরণা, তেমন ক্রিকেটঈশ্বর অবসর জীবনে আনন্দ খুঁজে পান বিরাটের ব্যাটে ৷ মেলবোর্নে কোহলির বিস্ফোরক অথচ নয়নাভিরাম ব্যাটিং দেখে আহ্লাদে আটখানা গোটা রাষ্ট্র ৷ বাদ গেলেন না সচিনও ৷ ম্যাচের পর দ্ব্যর্থহীন ভাষায় মাস্টার-ব্লাস্টার বিরাটকে জানিয়ে দিলেন, রবিবাসরীয় মেলবোর্নে বিরাট যে ইনিংসটা খেললেন, সেটাই সেরা (Sachin Tendulkar praises Virat Kohli after Melbourne heroics) ৷

53 বলে মারকাটারি 82 রান ৷ নাসিম শাহ-হ্যারিস রাউফদের পেসে ভারতের টপ-অর্ডারের যখন নাকানি-চোবানি অবস্থা, তখন মেলবোর্নে ঢাল হলেন বিরাট ৷ সতীর্থ হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) সঙ্গে ম্যাচে জেতানো পার্টনারশিপ তৈরি করে বুঝিয়ে দিলেন, এখনও দলের জয়ে ত্রাতা হয়ে উঠতে তাঁর জুড়ি মেলা ভার ৷ কোহলি এদিন এমসিজি-তে বেশ কিছু শট খেললেন, যা তাঁর নিখুঁত ফুটওয়ার্কের স্বাক্ষর বহন করল ৷ যে দেখে মুগ্ধ মাস্টার-ব্লাস্টার ৷

সচিন লিখলেন, "কোহলি, নিঃসন্দেহে এটাই তোমার জীবনের সেরা ইনিংস ৷ তোমায় খেলতে দেখলে মন ভালো হয়ে যায় ৷ 19তম ওভারে ব্যাকফুটে গিয়ে রাউফকে লং-অনের উপর দিয়ে যে ছয়টা তুমি মারলে সেটার জবাব নেই ৷ এই পারফরম্যান্সটাই বজায় রেখো ৷" ভারতের জয় নিয়ে আলাদা করে মাস্টার-ব্লাস্টার লিখলেন, "একটা থ্রিলার ম্যাচ দিয়ে ভারতের টি-20 বিশ্বকাপ যাত্রা দারুণভাবে শুরু হল ৷ এই জয়ে অনেকের অবদানের মধ্যেও হার্দিকের সঙ্গে বিরাটের পার্টনারশিপের কথা না-বললেই নয় ৷"

আরও পড়ুন:364 দিনে 'বিরাট বদলা'! পাক বধেই প্রত্যাবর্তন 'কিং কোহলি'র

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের পারফরম্যান্সের প্রশংসা প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের গলাতেও (Sourav Ganguly)। মহারাজ টুইটারে লিখলেন, "দুর্দান্ত জয়ের জন্য অভিনন্দন ভারতীয় দলকে। বিশ্বকাপে এর চেয়ে ভালো শুরু আর কী হতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details