কলকাতা, 12 জুলাই: ক্রিকেট সন্ন্যাসী যে শুধু ক্রিকেটেই মগ্ন থাকেন না ৷ তাঁর অবাধ বিচরণ বিভিন্ন ক্ষেত্রে ৷ কখনও বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে গিয়ে গতিতে মেতে ওঠা, কখনও আবার ব়্যাকেট হাতে কোর্টে নেমে ম্যাকেনরোকে অনুকরণ ৷ মাস্টার ব্লাস্টারকে ফের অন্য ভূমিকায় দেখল ভক্তরা ৷ এই মুহূর্তে ইংল্যান্ডে ছুটি কাটাচ্ছেন সচিন তেন্ডুলকর ৷ সেখানেই বিখ্যাত গায়ক-গিটারিস্ট মার্ক নফলারের সঙ্গে দেখা গেল লিট্যল মাস্টারকে ৷
গানের প্রতি সচিনের অনুরাগ প্রায় প্রত্যেকেই জানেন ৷ বিখ্যাত সুরকার শচীন দেববর্মনের নামে তাঁর নাম রেখেছিলেন বাবা ৷ যদিও নিজেই জানিয়েছেন, বরাবর পাশ্চাত্য সংগীতই তাঁকে বেশি টানে ৷ 2005 সালে ডায়ার স্ট্রেইটস-এর গায়ক-সংগীত লিখিয়ে নফলারের সঙ্গে দেখা গিয়েছিল সস্ত্রীক সচিনকে ৷ সদ্য বিখ্যাত টায়ার প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে রেকর্ড চুক্তির পর সেই 'এমআরএফ'-এর লোগো দেওয়া ব্যাট তুলে দিয়েছিলেন রক গানের কিংবদন্তির হাতে ৷ বদলে পেয়েছিলেন একটি স্প্যানিশ গিটার ৷ প্রায় দেড়'দশক পর ফের ফিরল সেই মুহূর্ত ৷