মুম্বই, 30 এপ্রিল : করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল দেশ । হাসপাতালে, বাড়িতে অক্সিজেনের অভাবে অকালে ঝরছে প্রাণ । দেশের অক্সিজেন সংকট মেটাতে এগিয়ে গেলেন ক্রিকেট ঈশ্বর । 'মিশন অক্সিজন' নামে একটি তহবিলে 1কোটি টাকা দান করেছেন সচিন তেন্ডুলকর ।
ভারতের কোভিড সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে দেশের সেলিব্রিটিরা । সিনে জগত থেকে ক্রীড়াজগতের ব্যক্তিত্বরা নিজেদের মতো করে সাহায্য করছেন । কয়েকদিন আগে পিএম কেয়ার ফাণ্ডে বিপুল অর্থ দান করেছেন অস্ট্রেলিয়ার পেস বোলার তথা কলকাতা নাইট রাইডার্সের সদস্য প্যাট কামিন্স । এবার অক্সিজেন সংকট মেটাতে উদ্যোগী হলেন সচিন তেন্ডুলকর । মিশন অক্সিজেন নামে একটি তহবিলে অর্থ দান করলেন । বাকিদেরও এই উদ্যোগে সামিল হওয়ার আহ্বান জানিয়ে সোশাল মিডিয়ায় সচিন লেখেন, 'করোনা প্যানডেমিকের দ্বিতীয় ঢেউয়ে দেশের স্বাস্থ্যব্যবস্থা প্রবল চাপে পড়ে গিয়েছে । করোনা আক্রান্তদের জন্য বিপুল পরিমাণে অক্সিজেনের প্রয়োজন পড়েছে । এই পরিস্থিতিতে মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসছে দেখে ভাল লাগছে । 250-এর বেশি কমবয়য়ী ছেলেমেয়ে মিলে 'মিশন অক্সিজন' নামে একটি তহবিল চালু করেছে । এই টাকায় অক্সিজেন আমদানি ও হাসপাতালগুলিতে তা পৌঁছে দেওয়ার কাজ করছে ওরা । এই উদ্যোগে আমি কিছু সাহায্য করেছি ।'