পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: সেমিফাইনালে ওঠায় রোহিতদের অভিনন্দন সচিনের, ঘোষণা করলেন সেরা ফিল্ডারের নাম - সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar Congratulates Team India for Qualifying Cricket World Cup Semi-finals: ক্রিকেট বিশ্বকাপের সেমিফাইনালে ভারত ৷ এর জন্য পুরো দলকে অভিনন্দন ও আগামী ম্যাচের শুভেচ্ছা বার্তা পাঠালেন সচিন তেন্ডুলকর ৷ সেই সঙ্গে ভারতের টিম ফিল্ডিংয়ে মেডেলজয়ীর নামও ঘোষণা করলেন মাস্টার ব্লাস্টার ৷

Image Courtesy: CSK X
Image Courtesy: CSK X

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2023, 4:40 PM IST

মুম্বই, 3 নভেম্বর: মাস্টার ব্লাস্টারের ঘরের মাঠে বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ভারত ৷ তাও আবার শ্রীলঙ্কাকে 302 রানের বিশাল ব্যবধানে ৷ তাই ভারতীয় দলের সেরা ফিল্ডারের মেডেলটাও একটু বিশেষভাবেই করা হল প্রতিবারের মতো ৷ ড্রেসিংরুমের টিভিতে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকরের ভিডিয়ো বার্তায় এবার ম্যাচের সেরা ফিল্ডার শ্রেয়স আইয়ারের নাম ঘোষণা করালেন, ফিল্ডিং কোচ টি দিলীপ ৷ তবে, শুধু সেরা ফিল্ডারের নাম ঘোষণা নয়, অসাধারণ পারফর্ম্যান্সের মাধ্যমে সেমিফাইনালে ওঠার জন্য অভিনন্দন জানালেন সচিন ৷

কখনও স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে, তো কখনও স্পাইডার ক্যামে সেরা ফিল্ডারের নাম উড়ে আসছে ৷ এবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করানো হল, বিশ্ব ক্রিকেটে সকলের অনুপ্রেরণা সচিন তেন্ডুলকরকে দিয়ে ৷ দু’টি ক্যাচ ও অসাধারণ গ্রাউন্ড ফিল্ডিংয়ের জন্য সেরা ফিল্ডার হয়েছেন শ্রেয়স আইয়ার ৷ ধরমশালার পর দ্বিতীয়বার এই মেডেল জিতলেন তিনি ৷ আর শ্রেয়সের নাম ঘোষণা করলেন স্বয়ং সচিন তেন্ডুলকর ৷

ড্রেসিংরুমের টিভিতে সচিনের সেই বার্তা চালানো হয় ৷ সচিন বলেন, ‘‘অসাধারণ খেলেছ সবাই ! রোহিতের সঙ্গে আগেরদিন আমার দেখা হয়েছিল এবং আমাকে ফিল্ডিং মেডেল নিয়ে বলেছিল, ‘সেরা ফিল্ডারের মেডেল’ ৷ আর এটা আমাকে 2003 বিশ্বকাপের স্মৃতিতে ফিরিয়ে নিয়ে গিয়েছিল ৷ 20 বছর আগে, যখন আমরা দক্ষিণ আফ্রিকায় খেলছিলাম ৷ আমাদের একটা তালিকা দেওয়া হয়েছিল, টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ৷ যার নাম ছিল, ‘আমি পারব, আমরা পারব’ ৷ আমাদের সবাইকে সেই তালিকায় সই করতে হত, মাঠে নামার আগে ৷ আর সেটা ছিল প্রতিজ্ঞা ৷ আমি মাঠে নেমে দেশের এবং দলের হয়ে 100 শতাংশ দেব ৷’’

আরও পড়ুন:শামি-সিরাজের দাপটে ওয়াংখেড়েয় লঙ্কা জয়ের পূনরাবৃত্তি, বিশ্বকাপের শেষ চারে টিম ইন্ডিয়া

সচিনের মনে করেন, বর্তমান ভারতীয় দলও সেই একই কাজ করছে ৷ আর ফিল্ডিং মেডেল দিয়ে ক্রিকেটারদের মাঠে আরও সক্রিয় হতে উৎসাহ প্রদান করছে ৷ সচিনের কথা, ‘‘আমি মনে করি, এটা তোমাদের প্রতিজ্ঞা যে, মাঠে নেমে তোমার সতীর্থ, দল এবং দেশের জন্য বিশেষ কিছু করা ৷’’ এর পরেই ভারতীয় দলের এই বিশ্বকাপে খেলা ক্রিকেটের প্রশংসা করেন কিংবদন্তি ৷

আরও পড়ুন:জাহিরকে টপকে বিশ্বকাপে সেরা শামি, ছুঁয়ে ফেললেন স্টার্ককেও

তাঁর মতে, ভারতীয় দল এখনও পর্যন্ত যে মানের ক্রিকেট খেলেছে টুর্নামেন্টে, তাতে তিনি গর্বিত ৷ এই ক্রিকেট দেখে আনন্দিত মাস্টার ব্লাস্টার ৷ আর সবশেষে বিশ্বকাপের আগামী ম্যাচগুলিতেও একভাবে পারফর্ম্যান্স করার জন্য শুভেচ্ছা জানান সচিন ৷

ABOUT THE AUTHOR

...view details