মুম্বই, 9 জুলাই : মাস্টার শেফ সচিন তেন্ডুলকর ৷ হ্যাঁ ঠিকই শুনেছেন ৷ ক্রিকেট মাঠে বিশ্বের তামাম বোলারদের শাসন করেছেন ৷ এবার গৃহস্থালির কাজেও হাত পাকাচ্ছেন মাস্টার ব্লাস্টার ৷ হাতে খুন্তি নিয়ে রীতিমতো রাঁধুনির ভূমিকায় সচিন ৷ বন্ধুদের জন্য খাবার তৈরি করলেন ৷ তবে খাবারের নাম গোপনেই রাখলেন ৷
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিয়োটি শেয়ার করেছেন সচিন ৷ ভিডিয়োতে দেখা যাচ্ছে রান্না করছেন তিনি ৷ এবং তার বিবরণ দিলেন সম্পূর্ণ ক্রিকেটীয় পরিভাষায় ৷ এমনকি তাঁর কবজির মোচড়ের ঝলকও দেখা গেল ভিডিয়োতে ৷