পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ICC World Cup 2023: বিরাটের 49তম শতরানে আপ্লুত সচিন, শীঘ্রই তাঁর নজির ভাঙার আহ্বান - Sachin Tendulkar

এক্সে বিরাট কোহলিকে 49তম ওয়ান-ডে শতরানের অভিনন্দন সচিন তেন্ডুলকর জানালেন ভিন্ন কায়দায় ৷ লিগ টপারদের লড়াইয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এদিন অপরাজিত 101 রান এল কোহলির ব্যাটে ৷

ICC World Cup 2023
শীঘ্রই বিরাটকে তাঁর নজির ভাঙার আহ্বান সচিনের

By ETV Bharat Bangla Team

Published : Nov 5, 2023, 8:15 PM IST

কলকাতা, 5 নভেম্বর: কে সেরা, সচিন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি? এই প্রশ্নে দুই ভিন্ন গোলার্ধে অবস্থান করেন দুই ক্রিকেটারের অনুরাগীরা ৷ কিন্তু এর কোনও সদুত্তর পাওয়া তো সম্ভব নয়ই, বরং এহেন অমূলক প্রশ্ন দুই মহারথীর কৃতিত্বকে খাটো করারই সামিল ৷ সে যাইহোক, সচিনের পর বিরাটও অবসরে যাবেন একদিন ৷ কিন্তু ক্রিকেটপ্রেমীদের মননে আজীবন গেঁথে থাকবে আপন মহিমায় ভাস্বর এই দুই ব্যাটারের নয়নাভিরাম ব্যাটিং ৷ সবচেয়ে বড় কথা সচিন এবং কোহলি দু'জনেই একে অপরের ব্যাটিংশৈলীর অসম্ভব গুণগ্রাহী ৷ যার প্রমাণ মিলল রবিবাসরীয় ইডেনে বিরাট সচিনের নজির স্পর্শ করার পরেই ৷

এক্সে বিরাট কোহলিকে 49তম ওয়ান-ডে শতরানের অভিনন্দন সচিন জানালেন ভিন্ন কায়দায় ৷ মাস্টার-ব্লাস্টার লিখলেন, "সুন্দর খেললে বিরাট ৷ 49 থেকে 50-এ পৌঁছতে এ বছর আমার 365 দিন সময় লেগে গিয়েছিল ৷ আশা করি আমার নজির ভেঙে কয়েকদিনের মধ্যেই তুমি 49 থেকে 50-এ পৌঁছে যাবে ৷ অভিনন্দন ৷"

রবিবাসরীয় ইডেনে লিগ টপারদের লড়াইয়ে শতরান হাঁকিয়ে 35তম জন্মদিন আরও স্মরণীয় করে রাখলেন বিরাট কোহলি ৷ সেইসঙ্গে ওয়ান-ডে'তে 49তম শতরান করে এদিন সচিন তেন্ডুলকরের সর্বকালীন নজির ছুঁয়ে ফেলেন 'দ্য রানমেশিন' ৷ 121 বলে অপরাজিত 101 রান করে ভারতকে এদিন 326 রানে পৌঁছতে সাহায্য করে 'বিরাট' ব্যাট ৷ এরপরই উত্তরসূরিকে তাঁর নজির ভাঙার আহ্বান করলেন 'ক্রিকেট ঈশ্বর' ৷

আরও পড়ুন:নন্দনকাননে শতরান হাঁকিয়ে জন্মদিন উদযাপন কোহলির, ছুঁলেন মাস্টার-ব্লাস্টারের 'বিরাট' নজির

বিরাট ছাড়াও 77 রান আসে শ্রেয়স আইয়ারের ব্যাটে ৷ জন্মদিনে অনুরাগীদের শতরান উপহার দিয়ে কোহলি জানান ইডেনের বাইশ গজে এদিন তাঁকে বুদ্ধি করে ব্যাটিং করতে হয়েছে ৷ তিনি বলেন, "দশ ওভারের পর থেকে বল টার্ন করতে শুরু করেছিল ৷ পিচ কিছুটা মন্থর হয়ে গিয়েছিল ৷ আমার কাজ ছিল যতটা বেশি সময় পারা যায় উইকেটে থাকা ৷ এমনটাই টিম ম্যানেজমেন্টের নির্দেশ ছিল আমার প্রতি ৷"

ABOUT THE AUTHOR

...view details