কলকাতা, 5 নভেম্বর: কে সেরা, সচিন তেন্ডুলকর নাকি বিরাট কোহলি? এই প্রশ্নে দুই ভিন্ন গোলার্ধে অবস্থান করেন দুই ক্রিকেটারের অনুরাগীরা ৷ কিন্তু এর কোনও সদুত্তর পাওয়া তো সম্ভব নয়ই, বরং এহেন অমূলক প্রশ্ন দুই মহারথীর কৃতিত্বকে খাটো করারই সামিল ৷ সে যাইহোক, সচিনের পর বিরাটও অবসরে যাবেন একদিন ৷ কিন্তু ক্রিকেটপ্রেমীদের মননে আজীবন গেঁথে থাকবে আপন মহিমায় ভাস্বর এই দুই ব্যাটারের নয়নাভিরাম ব্যাটিং ৷ সবচেয়ে বড় কথা সচিন এবং কোহলি দু'জনেই একে অপরের ব্যাটিংশৈলীর অসম্ভব গুণগ্রাহী ৷ যার প্রমাণ মিলল রবিবাসরীয় ইডেনে বিরাট সচিনের নজির স্পর্শ করার পরেই ৷
এক্সে বিরাট কোহলিকে 49তম ওয়ান-ডে শতরানের অভিনন্দন সচিন জানালেন ভিন্ন কায়দায় ৷ মাস্টার-ব্লাস্টার লিখলেন, "সুন্দর খেললে বিরাট ৷ 49 থেকে 50-এ পৌঁছতে এ বছর আমার 365 দিন সময় লেগে গিয়েছিল ৷ আশা করি আমার নজির ভেঙে কয়েকদিনের মধ্যেই তুমি 49 থেকে 50-এ পৌঁছে যাবে ৷ অভিনন্দন ৷"