মুম্বই, 12 মে : তাঁরা ফ্রন্টলাইন কোভিড যোদ্ধা ৷ নিজেদের জীবনকে তুচ্ছ করে আর্তের সেবায় নিয়োজিত ৷ বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষদের কাছে ডাক্তার-নার্সরাই ভগবানের সমান ৷ আন্তর্জাতিক নার্স দিবসে তাঁদের কুর্নিশ জানালেন দেশের ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকর ৷
আন্তর্জাতিক নার্স ডে কবে, কেন পালিত হয় তা অধিকাংশের অজানা ৷ বর্তমান পরিস্থিতিতে এই দিনটির তাৎপর্য আলাদা ৷ এই দিনটি সেইসব মানুষদের ধন্যবাদ জানানোর দিন যাঁরা উদয়াস্ত মানুষের সেবায় নিজেদের সঁপে দিয়েছেন ৷ দিনটিকে সকলকে মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নিলেন সচিন তেন্ডুলকর ৷ নার্সদের সম্মান জানিয়ে বদলে ফেললেন নিজের টুইটার অ্যাকাউন্টের ডিপি ৷ পাশাপাশি পৃথিবীর সকল নার্সদের উদ্দেশে লিখলেন হৃদয়স্পর্শী বার্তা ৷