পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

Sachin Tendulkar: 25 বছরে 'শারজার মরুঝড়', উদযাপনে মাতলেন লিটল মাস্টার - স্তব্ধ হয়ে গিয়েছিল অজিদের দুর্ধর্ষ বোলিং অ্যাটাক

1998 সালে শারজায় ঝড় তুলেছিলেন সচিন । লিটল মাস্টারের ব্যাটে স্তব্ধ হয়ে গিয়েছিল অজিদের দুর্ধর্ষ বোলিং অ্যাটাক । সেই ইনিংসের 25 বছর পূর্তিতে আবেগে ভাসলেন 'ক্রিকেটঈশ্বর' ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 22, 2023, 8:24 PM IST

Updated : Apr 22, 2023, 9:33 PM IST

শারজায় মাস্টারের মরু ঝড়ের রজতজয়ন্তী

মুম্বই, 22 এপ্রিল: রজত জয়ন্তীতে শারজায় মরুঝড় । সালটা 1998, কোকাকোলা কাপে ইতিহাস গড়েছিলেন সচিন তেন্ডুলকর । অজিদের শেন ওয়ার্ন, মাইকেল ক্যাসপ্রোভিচ এবং ড্যামিয়েন ফ্লেমিং সমৃদ্ধ বোলিং অ্যাটাক ম্লান হয়ে গিয়েছিল মাস্টার ব্লাস্টারের বিধ্বংসী ইনিংসে। শারজাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সর্বকালের সেরা ওডিআই ইনিংসগুলির একটি খেলেন সচিন ।

ভারতকে বহু ম্যাচে জয় এনে দিয়েছে লিটল মাস্টারের ব্যাট । আর দু'দিন পরেই জীবনের বাইশ গজে হাফসেঞ্চুরি করলেন 'মাস্টার ব্লাস্টার' ৷ তার আগেই সেলিব্রেশনে মাতলেন দেশের সর্বকালের সর্বসেরা ক্রিকেটার । সৌজন্যে, শারজায় মরুঝড়ের 25 বছর পূর্তি । মরুশহরে 131 বলে 143 রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন সচিন । তারই উদযাপনে মাতলেন লিটল মাস্টার ।

শারজার ওই ম্যাচটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল । প্রথমে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 50 ওভারে 284 রান করে । রান তাড়া করতে নেমে 'মেন ইন ব্লু' 38 রানে সৌরভ গঙ্গোপাধ্যায়কে হারায় । স্টাম্পার-ব্যাটার নয়ন মোঙ্গিয়াকে নিয়ে ইনিংস এগিয়ে নিয়ে যান সচিন তেন্ডুলকর । মোঙ্গিয়া ক্রিজ ছাড়লে মাস্টার ব্লাস্টারকে সঙ্গ দেন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন । বালির ঝড়ে প্রায় 25 মিনিটের জন্য খেলা বন্ধ থাকার পর ফের ঝড় ওঠে শারজায় । মরু শহরে ঝড় তুলেছিলেন সচিন । মাইকেল ক্যাসপ্রোভিচকে সেদিন লিটল মাস্টার যে ছক্কা দু'টি মেরেছিলেন যা 24 বছর পরেও লক্ষ লক্ষ ক্রিকেট অনুরাগীদের মনে টাটকা । প্রয়াত কিংবদন্তি লেগ-স্পিনার শেন ওয়ার্নের লাইন লেন্থ ম্লান করে দিয়েছিল সচিনের স্ট্রেট ড্রাইভ । শেষদিকে সেই ক্যাসপ্রোভিচ সচিনকে তুলে নিলেও তা ভারতের জয়ে বাধা হতে পারেনি ।

বাইশ গজে ছিলেন ভারতের মুশকিল আসান । 24 বছর কাঁধে বয়েছেন 23 কোটির প্রত্যাশা । দেশকে সাফল্যের শিখরে নিয়ে গিয়েছেন । 8 বছর আগে সুবজ গালিচা থেকে অব্যাহতি নিলেও ক্রিকেট বিশ্বে আজও প্রাসঙ্গিক মাস্টার ব্লাস্টার । তাঁর জন্মদিনে উপহারস্বরূপ ওয়াংখেড়েতে উন্মোচিত হচ্ছে সচিনের পূর্ণাবয়ব মূর্তি ৷ যা দেখে জন্মদিনে বিস্মিত 'ক্রিকেটঈশ্বর' ৷

আরও পড়ুন: দুই যুগের রাজত্বে মণিমাণিক্যের ছড়াছড়ি, ফিরে দেখা সচিনের অবিস্মরণীয় ইনিংসগুলি

Last Updated : Apr 22, 2023, 9:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details