ডমিনিকা, 11 জুলাই: বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত ৷ যে ম্যাচে একটি দুর্দান্ত মুহূর্ত তৈরি হতে চলেছে ৷ এই ম্যাচে মুখোমুখি হবেন বিরাট কোহলি এবং তেজনারায়ণ চন্দ্রপল ৷ তবে এটা কোনও আগ্রহের বিষয়বস্তু নয় ৷ আগ্রহ তখনই জন্মাবে, যখন পাঠকরা জানবেন, বিরাট কোহলির অভিষেক টেস্টে প্রতিপক্ষ দলের 5 নম্বর ব্যাটার ছিলেন শিবনারায়ণ চন্দ্রপল ৷ আর 12 বছর পর সেই বিরাটের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলবেন ক্যারিবিয়ান কিংবদন্তির ছেলে তেজনারায়ণ ৷
বিরাট কোহলি যখন টেস্ট ক্রিকেটে নবাগত ছিলেন, সেই সময় টেস্ট তথা আন্তর্জাতিক ক্রিকেটকে প্রায় বিদায় জানানোর মুখে ছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি শিবনারায়ণ চন্দ্রপল ৷ বিরাট এবং শিবনারায়ণ একে অপরের বিরুদ্ধে তিনটি টেস্ট ম্যাচ খেলেছিলেন 2011 সালে ৷ 12 বছর পর সেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আরও একবার মাঠে নামছেন বিরাট ৷ মাঝে আরও দু’টি টেস্ট সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে খেলেছেন তিনি ৷ আর এটি বিরাটের চতুর্থবার ক্যারিবিয়ান সফর ৷
আর তাঁর এই সফরে এবার বিপক্ষ দলে শিবনারায়ণের ছেলে তেজনারায়ণ চন্দ্রপল ৷ 27 বছরের তেজ বাবার মতোই বাঁ-হাতি ব্যাটার ৷ যিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে টেস্ট ক্রিকেট অভিষেক করেই সারা ফেলে দিয়েছেন ৷ টেস্ট ক্রিকেটের প্রথম সেঞ্চুরিকে দু’শো রানে ইনিংসে পরিণত করেন তিনি ৷ সেই তেজনারায়ণ চন্দ্রপল বুধবারের ম্যাচে বিরাট কোহলির বিরুদ্ধে খেলতে নামবেন ৷ যার পর বিরাট সেই সকল ক্রিকেটারদের তালিকায় সামিল হয়ে যাবেন ৷ যাঁরা বাবা ও ছেলে উভয় জুটির বিরুদ্ধেই টেস্ট খেলেছেন ৷
আরও পড়ুন:এক যুগ আগে ডমিনিকা টেস্টের সতীর্থ আজ কোচ, 12 বছর আগের স্মৃতি রোমন্থনে বিরাট
এই তালিকায় আরেক ভারতীয় কিংবদন্তি রয়েছেন ৷ যিনি টেস্ট ক্রিকেটে বাবা ও ছেলে দু’জনের বিরুদ্ধেই খেলেছেন ৷ তিনি সচিন তেন্ডুলকর ৷ মাস্টার ব্লাস্টার অস্ট্রেলিয়ান জিওফ মার্শের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলেছেন ৷ সেটি ছিল সচিনের কেরিয়ারে শুরুর দিন ৷ 1992 সালে অ্যাডিলেডে ভারতের বিরুদ্ধেই তাঁর শেষ টেস্ট ম্যাচ ৷ যে ম্যাচে সচিন তেন্ডুলকরও ছিলেন ৷ আর কেরিয়ারের শেষ লগ্নে সচিন তেন্ডুলকর জিওফ মার্শের বড় ছেলে শন মার্শের বিরুদ্ধেও খেলেছেন ৷ 2011-12 সালে অস্ট্রেলিয়া সিরিজে সচিন এবং শন মার্শ একে অপরের বিরুদ্ধে খেলেছিলেন ৷ যেখানে প্রথম ম্যাচে শূন্য ও 3 রান করেন শন ৷ ওই ম্যাচে সচিন দুই ইনিংসে 73 ও 32 রান করেছিলেন ৷ যদিও, ভারত ম্যাচটি 122 রানে হেরেছিল ৷